হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টি আর কতক্ষণ অপেক্ষায় রাখবে ধোনি-পান্ডিয়াদের

বেশ কিছু দিন ধরেই আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টির চাপ আরও প্রবল হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তার প্রমাণ পাওয়া গেছে। মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে শহরটিতে। এতে করে আইপিএলের ফাইনাল আজ বেরসিক বৃষ্টিতে পণ্ড হওয়ার সম্ভাবনায় রয়েছে। 

এতে করে স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের টস পিছিয়েছে। তবে আশার কথা হচ্ছে ক্রিকইনফো জানাচ্ছে বৃষ্টি থামার সম্ভাবনা দেখা দিচ্ছি। যদিও প্রাকৃতিক দুর্যোগের উপর কারও হাত নেই।

সে যাই হোক ম্যাচের ফল নির্ধারণ হওয়ার সময় অবশ্য এখনো যথেষ্ট রয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত পুরো ২০ ওভার খেলার সময় রয়েছে। এ সময়ের মধ্যেও বৃষ্টি না থামলে বিকল্প আরও পথ রয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো ম্যাচের ফল পেতে কমপক্ষে ৫ ওভারের খেলা হতে হবে। এই সমীকরণের জন্য রাত ১২টা ৩৬ মিনিট পর্যন্ত সময় রয়েছে।
 
এরপরও যদি না হয় তাহলে সর্বশেষ ব্যবস্থা হিসেবে রিজার্ভ ডে রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। ফাইনালের মতো এমন মহাযজ্ঞ হয়তো এভাবে শেষ করতে চাইছে না কর্তৃপক্ষ। শুরুতে অবশ্য রিজার্ভ ডে ছিল না। তবে আজ যেখানে শেষ হবে ঠিক সেখান থেকেই আগামীকাল খেলা শুরু হবে।

শেষ পর্যন্ত এমনটা হলে মাহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার দলকে আগামীকালের জন্য খেলার তাড়না ধরে রাখতে হবে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ