হোম > খেলা > ক্রিকেট

এক ঢিলে দুই পাখি মারতে নেপালে আফ্রিদি 

শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। একাধিকবার অবসর নিলেও অবসর ভাঙার নজিরও কম নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো অবশ্য খেলে যাচ্ছেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক। এবার তাকে দেখা যাবে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে। নেপালে শুধু ম্যাচ খেলতেই যাচ্ছেন না, তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও করবেন। 

ইপিএলে অংশ নিতে এরই মধ্যে কাঠমান্ডু পৌঁছেছেন আফ্রিদি। আফ্রিদি বিমানবন্দরে পৌঁছার পর পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে কাল থেকে শুরু হওয়া ইপিএলের চতুর্থ আসরে কাঠমান্ডু কিংস ইলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি। 

নেপালে পা রেখে আফ্রিদি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নেপালে শুধু ম্যাচ খেলতেই যাননি, সেখানে ম্যাচ খেলার পাশাপাশি তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও আছে। সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘এখানে আমি মাত্র দুটি ম্যাচ খেলে ফিরে যাব। তাছাড়া আমার ফাউন্ডেশনের জন্য কিছু বাণিজ্যিক কাজ আছে।’  

একই টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কও আজ ভোরে দেশ ছেড়েছেন।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ