নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমেই হ্যাটট্রিক করলেন ম্যাডিসন ল্যান্ডসম্যান। গতকাল বেনোনির উইলিমুর পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে এমন কীর্তি গড়লেন প্রোটিয়া এই লেগ স্পিনার।
স্কটল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে ঘটনা। ওভারের দ্বিতীয় বলে ল্যান্ডসম্যানকে পুল করতে গিয়েছিলেন স্কটিশ ব্যাটার মরিয়ম ফয়সাল। টপ এজ হয়ে বল চলে যায় কারাবো মেসোর গ্ণাভসে। তৃতীয় বলে নিয়াম মুইরের শট সোজা চলে যায় কাভারে দাঁড়িয়ে থাকা ওলুলো সিয়োর হাতে। এরপর চতুর্থ বলে ওরলা মন্টগোমারিকে বোল্ড করেন ল্যান্ডসম্যান। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার।
গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্কটল্যান্ড অধিনায়ক ক্যাথেরিন ফ্রেজার। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১১২ রান করে দক্ষিণ আফ্রিকা। ১১৩ রান তাড়া করতে গিয়ে ১৭ ওভারে ৬৮ রানে অলআউট হয় স্কটিশরা। ৪৪ রানে জিতে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে এখন দক্ষিণ আফ্রিকা। আর দুই ম্যাচের দুটিতেই হেরে ৪ নম্বরে রয়েছে স্কটিশরা।