হোম > খেলা > ক্রিকেট

বাজবল ছাপিয়ে সাজিদ-নোমানের স্পিন

মুলতানে দ্বিতীয় টেস্টে সাজিদ খান আর নোমান আলীর স্পিনে মার খেয়েছে ইংল্যান্ডের ‘বাজবল’। ইংলিশদের ২০ উইকেটের সব কটিই ভাগাভাগি করেছিলেন স্বাগতিক দুই স্পিনার। তৃতীয় টেস্ট পরিবর্তিত ভেন্যু রাওয়ালপিন্ডিতে হলেও সফরকারী ব্যাটারদের ওপর সাজিদ-নোমানের দুর্বোধ্য ঘূর্ণির আধিপত্য চলমান। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তুলেছে ২৬৭ রান।

শুরু থেকেই ইংলিশ ব্যাটারদের পেছনে স্পিনার লেলিয়ে দেয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আজ ইংল্যান্ড ইনিংসের প্রথম ৪২ ওভার বোলিং করেছেন সাজিদ ও নোমান। তাতে সফলও স্বাগতিকেরা। স্কোরবোর্ড রানের তিন অঙ্ক ছোঁয়ার আগেই একে একে আউট হন জ্যাক ক্রলি (২৯), ওলি পোপ (৩), জো রুট (৫), বেন ডাকেট (৫২) ও হ্যারি ব্রুক (৫)। বাজবল যুগে আগে ব্যাটিং নিয়ে এই প্রথম ১০০ ছোঁয়ার আগেই ৫ উইকেটে খোয়াল ইংল্যান্ড।

৯৮ রানে ৫ উইকেট হারানোর পর ইংলিশদের স্কোর ২০০ ছাড়াবে কিনা সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসন-জেমি স্মিথ ১০৫ রানের জুটি গড়ে সে সংশয় দূর করেন। পরিবর্তিত স্পিনার জাহিদ মাহমুদের শিকার হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করে স্মিথ। ওপেনার ডাকেট করেন ৫২। স্মিথ ছাড়া বাকি সব উইকেট ভাগাভাগি করেছেন সাজিদ-নোমান। ১২৮ রানে ৬ উইকেট নিয়েছেন সাজিদ, ৮৮ রানে ৩ উইকেট নোমানের।

প্রথম ইনিংস শুরু করে দিনের খেলা শেষের আগে ২৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পাকিস্তান। আবদুল্লাহ শফিক (১৪), সাইম আইয়ুব (১৯) ও কামরান গুলামকে (৩) হারিয়ে ৭৩ রান তুলেছে পাকিস্তান। দিন শেষে ১৯৪ রানে পিছিয়ে তারা।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ