বিরতিও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ছন্দে বাধা হতে পারেনি। উল্টো সতেজ হয়ে ফিরে আইপিএলে যেন আরও প্রাণবন্ত তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত করেছেন বাংলাদেশি পেসার।
প্রতিপক্ষের ব্যাটারদের শুধু বিভ্রান্তই করেননি, শিকারও করেছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টানা দুই ম্যাচ হারের পর গতকাল তৃতীয় জয় পেয়েছে চেন্নাই। ফিরেই দলের জয়ে অবদান রাখতে পারায় আনন্দিত তিনি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের খুশির সংবাদটি জানিয়েছেন মোস্তাফিজ। সঙ্গে সমর্থনের জন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বাঁহাতি পেসার লিখেছেন, ‘আবার ফিরে আসতে পেরে আনন্দিত। আরেকটি জয়ের সঙ্গে পুনরায় মিশন শুরু করতে পারা সত্যিই অবিশ্বাস্য। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। জয়ে অবদান রাখতে আমি সন্তুষ্ট। এভাবে সমর্থন দিয়ে আসার জন্য সমর্থকদের ধন্যবাদ। পরেরটির অপেক্ষায়।’