হোম > খেলা > ক্রিকেট

শাহিন আফ্রিদির আগুনে বোলিংয়ে সিরিজ বাঁচাল পাকিস্তান 

দুই দশক পরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছিল ক্রেগ ব্রাথওয়েটের দল। কাল জ্যামাইকা টেস্টের শেষ দিনেও দারুণ কিছুর আভাস ছিল। তবে বোলারদের দাপুটে ১০৯ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। 

জ্যামাইকা টেস্টের শেষ দিনে ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ছিল ৯ উইকেট। দুই দশক পরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো ৯ উইকেট হাতে রেখে ২৮০ রান। ম্যাচের শেষ দিনে হতে পারে যেকোনো ফল—এমন সমীকরণ নিয়ে কাল মাঠে নেমেছিল দুই দল। তবে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসও শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে সিরিজ বাঁচিয়েছে পাকিস্তান।

প্রথম ইনিংসে লিড নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৫০ রানেই অলআউট করে নিজেদের কাজ আগেই সেরে রেখেছিল পাকিস্তান, যেখানে সবচেয়ে বড় অবদান ছিল শাহিনের। ৫১ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। ম্যাচ জিততে ৩২৯ রানের লক্ষ্য বেঁধে দিয়ে দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ছিলেন এই পাকিস্তানি ফাস্ট বোলার। 

দ্বিতীয় ইনিংসে শাহিনের শিকার ৪ উইকেট। তবে জয়ের পর শাহিন অবশ্য দলগত পারফরম্যান্সকে ম্যাচ জয়ের কারণ মনে করছেন, ‘দারুণ চেষ্টা ছিল, যার পুরোটায় দলগত প্রচেষ্টা। আমার থেকে দলের যেটি দরকার ছিল আমি সেই কাজটাই করেছি। কাজটা সহজ ছিল না, কারণ শেষ দিনে অনেক গরম ছিল। আমরা জানতাম একটা উইকেট ফেলাতে পারলে পরের উইকেটগুলো নেওয়া সহজ হবে। আমরা তাই আমাদের শতভাগ দিয়েছিলাম।’ 

দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সে ম্যাচ-সেরাও শাহিন। আগের দিনের ১ উইকেটে ৪৯ রান নিয়ে শেষ দিনের শুরুটা বেশ ভালোই করেছিল ক্যারিবীয়রা। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট আর নাইট ওয়াচ ম্যান আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখাচ্ছিলেন। 

দলীয় ৬৫ রানে শাহিনের বলে জোসেফ উইকেটের পেছনে ক্যাচ দিলে ম্যাচ হেলে পড়ে পাকিস্তানের দিকে। ১০০ রানের আগে এনক্রুমা বোনার ও রোস্টন চেজকে হাসান আলী ফেরালে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। শেষ দিকে নোমান আলী আর শাহিন আফ্রিদির বোলিং তোপে ২১৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ