হোম > খেলা > ক্রিকেট

‘ফাইনালে পাকিস্তানের জয় কেউ আটকাতে পারবে না’

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল নিয়ে অনেক সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। ফলে এবারের বিশ্বকাপে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে খুব একটা আশা ছিল না পূর্বসূরিদের। তার প্রমাণও পাওয়া গিয়েছিল টুর্নামেন্টে দলটির প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায়।

জিম্বাবুয়ের কাছে পাকিস্তান হারার পর সমালোচনাটা আরও বেড়ে যায়। শোয়েব আকতার তো তখন বলেই দিয়েছিলেন, শিগগির দেশের বিমানে উঠেতে যাচ্ছেন বাবর-রিজওয়ানরা। পাকিস্তানের ক্রিকেটাররা বিমানে উঠেছেন, তবে সেটা দেশের পথে নয়, টুর্নামেন্টের ফাইনালের শহর মেলবোর্নের উদ্দেশে।

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পাকিস্তান এখন ফাইনালে। শিরোপার লড়াইয়ে ওঠার পর থেকেই প্রশংসায় ভাসছেন দলটির ক্রিকেটাররা। বাবরদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ফাইনালের লড়াইয়ে নামার আগেই পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন ইনজামাম উল হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, ফাইনালে পাকিস্তানের জয় কেউ আটকাতে পারবে না।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পরই নিজের ইউটিউব চ্যানেলে এমন দুঃসাহসিক বিবৃতি দিয়েছেন ইনজামাম। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তানকে অপ্রতিরোধ্য লাগছে। টুর্নামেন্টে তাদের বোলিং ভালো করেছে। মিডল অর্ডারও ভালো পারফর্ম করা শুরু করেছে। তবে, টপ-অর্ডার ছন্দে ছিল না। এখন সেটাও কাজ করতে শুরু করেছে। এখন সবকিছুই আমাদের পক্ষে আছে। আমি মনে করি, পাকিস্তানকে এখন জয় থেকে কেউ আটকাতে পারবে না।’

দ্বিতীয় সেমিফাইনালে গতকাল ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিফাইনালে মাঠে নামার আগে ভারত-পাকিস্তান ফাইনাল চান না বলেছিলেন জস বাটলার। ম্যাচে তার প্রমাণ দিয়েছেন তিনি সতীর্থদের সঙ্গে। এবার ইনজামামের ভবিষদ্ব্যবাণীকে বাটলার আটকাতে পারবেন কি না, তা ফাইনালে জানা যাবে। আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকটে গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন