হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশে খেলে যাওয়া বোলার নিলেন ইনিংসে ১০ উইকেট 

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন শন হোয়াইটহেড। এক ইনিংসে সবগুলো উইকেট তুলে নিয়ে এই স্পিনিং অলরাউন্ডার জিম লেকার ও অনিল কুম্বলের স্মৃতি ফিরিয়ে আনলেন। লেকার ও কুম্বলে দুজনই অবশ্য টেস্ট ক্রিকেটে এই কীর্তি গড়েছিলেন। অনন্য কীর্তি গড়া হোয়াইটহেড পাঁচ বছর আগে বাংলাদেশেও খেলে গেছেন। 

সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের হয়ে মাঠে নেমে এমন রেকর্ড গড়েন হোয়াইটহেড। ম্যাচের শেষ ইনিংসে ইস্টার্নসের ১০ জন ব্যাটারকেই ফিরিয়েছেন তিনি। তাঁর বোলিং গড় বিশ্লেষণ ছিল ১২.১-৪-৩৬-১০। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম ইনিংসেও ৬৪ রান খরচায় পাঁচটি উইকেট নেন হোয়াইটডহেড। সব মিলিয়ে ম্যাচে ১০০ রান দিয়ে নিয়েছেন ১৫টি উইকেট। ম্যাচে হোয়াইটডহেডের দল সাউথ ওয়েস্টার্ন ১২০ রানে হারিয়েছে ইস্টার্নসকে। 

ইনিংসে ১০ উইকেট নেওয়া হোয়াইটডহেড বাংলাদেশে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন। বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার ব্যাটিংয়ে আবার ডানহাতি। এখন পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৫.৬৪ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। ব্যাট হাতে ৩৭.০০ গড়ে করেছেন ৪৮১ রান। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ