হোম > খেলা > ক্রিকেট

৫০ রানের আগেই ৭ উইকেট নেই জিম্বাবুয়ের

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং করতে নেমে চার দিয়ে ইনিংস শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে প্রথম ওভারে ৮ রান নিয়ে ইনিংস শুরু করা জিম্বাবুয়ের দুর্দান্ত সূচনাটা মুহূর্তেই ব্যাটিং ধসে পরিণত হয়। 

দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে বাংলাদেশকে উইকেট বৃষ্টির সূচনা এনে দেন শেখ মেহেদী হাসান। ক্রেইগ আরভিনকে রানের খাতা খুলতে দেওয়ার আগেই বোল্ড করে দেন বাংলাদেশি অফ স্পিনার। তাঁর সঙ্গে পরে উইকেট উদ্‌যাপনে মেতে ওঠেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। ১৮ মাস পর খেলতে নেমে জয়লর্ড গাম্বিকে ১৭ রানে আউট করেন সাইফউদ্দিন। 

৩৬ রানে ২ উইকেট হারানোর সময়ই আবার মন্দভাগ্যের শিকার জিম্বাবুয়ে। দুর্দান্ত শুরু করা ব্রায়ান বেনেট ১৬ রানে রান আউটের কাটায় পড়েন। সপ্তম ওভারে এসে আবার হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তাসকিন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। 

তাসকিনের জোড়া আঘাতের সময় জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৮ রান। ২ রান করা লুক জংওয়েকে ফিরিয়ে তাসকিন–শেখ মেহেদীর মতো ২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিনও। প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের রান ১০ ওভার ৭ উইকেটে ৪৯। ৮ রান করা ক্লাইভ মান্দানের সঙ্গে ব্যাটিংয়ে ১ রানে আছেন ওয়েলিংটন মাসাকাদজা। দুজনের ওপর এখন দায়িত্ব দলের রান এগিয়ে নেওয়া। কাজটা কত দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবেন সেটাই এখন দেখার বিষয়।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন