হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেট স্কটল্যান্ডের নতুন কমিটিকে আইসিসির সমর্থন

ক্রীড়া ডেস্ক

বর্ণবাদের অভিযোগের প্রমাণ মেলায় ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। পরামর্শ সংস্থা প্ল্যান৪ স্পোর্টের স্বাধীন তদন্তে একযোগে পদত্যাগ করেছেন বোর্ডের সব সদস্য।

দেশটির ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা স্পোর্টস্কটল্যান্ড এরই মধ্যে ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন নতুন কমিটি গঠন করেছে। সেই কমিটির প্রতি আইসিসির পূর্ণ সমর্থন আছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির এক মুখপাত্র।

গত রাতে আইসিসির সম্মেলন শেষে ওই মুখপাত্র বলেছেন, ‘ক্রিকেট সবার জন্যই একটি খেলা। আমরা ক্রিকেট স্কটল্যান্ডের নতুন বোর্ড ও নেতৃত্বকে সমর্থন জানাচ্ছি। আশা করছি নতুন কমিটি খেলাটিকে আরও বৈচিত্র্যময় করতে তুলবে ও শুদ্ধতার নজির স্থাপনে কাজ করবে।’

সাধারণত আইসিসি কোনো সদস্য দেশে বাইরের হস্তক্ষেপ হালকাভাবে দেখে না। তবে এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সহযোগী সদস্য স্কটল্যান্ডের ক্ষেত্রে ছাড় দিল। এমন সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেট স্কটল্যান্ডের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটির ক্রিকেট কাঠামো দেখার পর আইসিসি বেশ সন্তুষ্ট। বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে করা তদন্তও সুষ্ঠু ও নিরপেক্ষ মনে হয়েছে তাদের। সে কারণে বোর্ডের নতুন কমিটিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে এই কমিটি নির্বাচিত না হওয়ায় বোর্ডের পুরো নিয়ন্ত্রণ আপাতত স্পোর্টস্কটল্যান্ডের কাছেই থাকছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন কমিটি গঠন হবে। সেই কমিটিতে সমান ৪০ শতাংশ করে নারী ও পুরুষ সদস্য থাকবেন। বাকি ২০ শতাংশ দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের দিয়ে পূরণ করা হবে।

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন