বোলারদের বেধড়ক পিটুনি না দিলে যেন চলেই না সানরাইজার্স হায়দরাবাদের। ২০২৪ আইপিএল থেকেই এমন বিস্ফোরক ব্যাটিং দলটি করে আসছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ হায়দরাবাদ এমন ব্যাটিং করেছে, তাতে নতুন এক রেকর্ডে নাম উঠেছে জফরা আর্চারের। এই রেকর্ডটির দিকে তাকালে আর্চার নিজেও লজ্জা পাবেন।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। প্রথমে বোলিং করা রাজস্থানের আর্চার ৪ ওভারে খরচ করেছেন ৭৬ রান। কোনো উইকেট তিনি পাননি।আইপিএল ইতিহাসে এটা সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে এই বিব্রতকর রেকর্ডটি করেছিলেন মোহিত শর্মা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত বছরের ২৪ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত। তিনি তখন খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। মোহিতও ছিলেন উইকেটশূন্য।
আর্চারের বিব্রতকর রেকর্ডের দিনে রাজস্থান রয়্যালস ৪৪ রানে হেরে ১৮তম আইপিএল শুরু করেছে। সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রানে আটকে যায়। তাতে বৃথা গেছে ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসনদের ঝোড়ো দুই ফিফটি। পাঁচ নম্বরে নামা জুরেল ৩৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭০ রান করেছেন। স্যামসন ওপেনিংয়ে নেমে করেছেন ৩৭ বলে ৬৬ রান। ফজলহক ফারুকির ইমপ্যাক্ট সাব হিসেবে নামেন স্যামসন।
এর আগে টস হেরে প্রথম ব্যাটিং পাওয়া সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৬ উইকেটে করেছে ২৮৬ রান। আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা ঈশান কিশান পেয়েছেন আজই। ৪৭ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তাণ্ডব চালিয়েছেন ট্রাভিস হেড, হাইনরিখ ক্লাসেনরাও। ৩১ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন হেড। ক্লাসেন ১৪ বলে করেছেন ৩৪ রান।