হোম > খেলা > ক্রিকেট

পাঁচ উইকেট না পাওয়ায় আক্ষেপ নেই তাসকিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানের শেষ উইকেট জহির খান প্রথমে বেঁচে গেলেন বল তাঁর গ্লাভস স্পর্শ না করায়। পরে তাসকিন আহমেদ তাঁকে বোল্ড করলেন। সেটি হলো ‘নো’ বলের সৌজন্যে। শেষ পর্যন্ত জহির বিদায় নিলেন তাসকিনের বলে আঘাত পেয়ে। তখন বাংলাদেশের ৫৪৬ রানের রেকর্ড গড়া জয়ও নিশ্চিত হয়ে যায়। কিন্তু প্রথমবার পাঁচ উইকেট পাওয়া হলো না এই পেসারের। 

তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৪৫ রান করেছিল আফগানিস্তান। আজ চতুর্থ দিন ৭০ রানেই বাকি ৭ উইকেট তুলে নেন বাংলাদেশের পেস বোলাররা। চোট থেকে ফিরে বোলিংয়ে ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তাসকিনের। প্রথম ইনিংসে উইকেট না পাওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে শিকার করেন চার উইকেট। জহিরের উইকেটটি পেলে, টেস্টে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার সৌভাগ্য অর্জন করতেন তিনি। 

পাঁচ উইকেট না পাওয়ায় অবশ্য আক্ষেপ নেই তাসকিনের, বরং দেশের মাঠে সবুজ ঘাসের উইকেটে আগুন ধরিয়ে বেশ তৃপ্ত তিনি। টেস্ট জয়ের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘না, না, মন খারাপ না (৫ উইকেট)। প্রথম ইনিংসে আমি সংগ্রাম করছিলাম, চোট থেকে এসেই. . । আল্লাহর রহমতে দ্বিতীয় ইনিংসে আমার রিদম আগের চেয়ে ভালো ছিল। আলহামদুলিল্লাহ এটাই অনেক বড় জিনিস।’ 

তাসকিনের পাশাপাশি শরীফুল ইসলাম ও ইবাদত হোসেনও এই টেস্টে ৫টি করে উইকেট নিয়েছেন। সব মিলিয়ে ১৯ উইকেটের ১৪টি দখলে নেন পেস বোলাররা। পেসার আর উইকেট কন্ডিশন নিয়ে সন্তুষ্ট তাসকিন, ‘স্পোর্টিং কন্ডিশন ছিল, ব্যাটিং-বোলিং দুটোরই সহায়ক ছিল। ভালো লাগছে একটা ভালো ব্যবধানের জয় হয়েছে। দুই বিভাগে দারুণ ক্রিকেট খেলে বড় একটি জয় পেয়েছি আমরা। খুব ভালো লাগছে, এই জয়ে দলের সঙ্গে থাকতে পেরে। ফাস্ট বোলাররা আগের চেয়ে ভালো অবস্থানে আছে এবং উন্নতি করছে দেখেই এ রকম উইকেট করার সাহস হয়েছে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ