হোম > খেলা > ক্রিকেট

প্রাইম ব্যাংকের তালহা-শুক্কুর-দেব চৌধুরীকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাইম ব্যাংকের তালহা-শুক্কুর-দেব চৌধুরীকে জরিমানা। সৌজন্য ছবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন নয়। আজ ডিপিএলের প্রথম দিনেই দেখা গেল আম্পায়ারিং বিতর্ক। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বিতর্কিত এক আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলা প্রায় ২০ মিনিট বন্ধ ছিল।

প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুরকে রানআউট দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন দলটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক শুক্কুর। তাঁরা ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

পরে ম্যাচ সম্প্রচারকারীদের ফুটেজের সহায়তায় দেখা যায়, ইরফান শুক্কুর রান সম্পূর্ণ করেছিলেন। তবে মাঠের আম্পায়ার ফিল্ডিং দলের আবেদনের পর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত চান। সরাসরি সম্প্রচার থাকলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তার ওপর ম্যাচটিতে তৃতীয় আম্পায়ার ছিলেন না। ফিল্ড আম্পায়ার এ আই এম মনিরুজ্জামান সন্দেহের ওপর রানআউটের সিদ্ধান্ত দেন। এটা নিয়ে প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ক ক্ষুব্ধ হন।

কোচ তালহা জুবায়ের ম্যাচ রেফারির উদ্দেশে বলেন, ‘এটা কী হলো? আপনি কোথায় নামাচ্ছেন ম্যাচটা? এটা আউট দিলে আরও গলির ক্রিকেট বানিয়ে ফেলবেন! আম্পায়ারের ভুল আমি কেন মেনে নেব?’

সৌজন্য ছবি

ম্যাচ শেষে ম্যাচ রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কোচ, ম্যানেজার ও অধিনায়ক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অধিনায়ক শুক্কুরকে শৃঙ্খলাভঙ্গের জন্য ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক দলীয় সূত্র।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস