Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বিসিবি নির্বাচকের দায়িত্ব কেন ছেড়ে দিলেন হান্নান সরকার

অনলাইন ডেস্ক

বিসিবি নির্বাচকের দায়িত্ব কেন ছেড়ে দিলেন হান্নান সরকার
বিসিবি নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।

বিসিবি নির্বাচকের পদ থেকে গত রাতে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন হান্নান। পদত্যাগের কারণ ব্যাখ্যায় আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘কোচিং পেশায় যুক্ত হতেই এই দায়িত্ব ছেড়ে দিয়েছি।’ কোচিং পেশায় যুক্ত হলে বিসিবিতেই কি থাকবেন—এই প্রশ্নের উত্তরে স্পষ্ট কিছু বলেননি হান্নান। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘মূলত বিসিবিতে থাকার ইচ্ছে আছে। যদি তারা মনে করে আমাকে রাখবে, তাহলে কথা বলব। এটা আমার সিদ্ধান্ত না। বিসিবির ইচ্ছেরও ব্যাপার আছে।’

যদি বিসিবি না চায়, তাহলে দেশের বিভিন্ন দলে কোচ হিসেবে কাজ করতে পারেন হান্নান। এর আগে বিসিবিতে লেভেল-১ ও লেভেল-২ পর্যায়ে কোচিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ বছরের ১ মার্চ থেকে হান্নানের পদত্যাগ কার্যকর হবে। তার মানে চ্যাম্পিয়নস ট্রফিতেও বিসিবির নির্বাচক হিসেবে থাকছেন তিনি। ২০, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

জাতীয় দলে কাজ করার আগে বয়সভিত্তিক দলে হান্নান কাজ করেছেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের নির্বাচক ছিলেন হান্নান সরকার। দীর্ঘদিন বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নান বিসিবির নির্বাচক প্যানেলে এসেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের দায়িত্ব শেষে গত বছরের ফেব্রুয়ারিতে। গাজী আশরাফ হোসেন লিপু তখন বিসিবির প্রধান নির্বাচক হিসেবে আসেন। লিপু থাকলেও হান্নান আর এক মাসও নেই বিসিবিতে।

অবসরের গুঞ্জন নিয়ে ভারতীয় ক্রিকেটারের রহস্যময় পোস্ট

বিসিবির সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের দাপট, আছে আফগানিস্তানও

এক তামিম করলেন লন্ডভন্ড, আরেক তামিম দেখলেন হার

শিরোপা জিতে পাকিস্তানকে নিয়ে ভারতীয় তারকা ক্রিকেটারের রসিকতা

ভারতের অনুমোদনহীন লিগ খেলতে গিয়ে বিপাকে আশরাফুলরা

আইসিসি থেকে চ্যাম্পিয়ন ভারত পেল প্রায় ৩০ কোটি টাকা, বাকিরা কত

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

কেন সাংবাদিকদের গুজব ছড়াতে নিষেধ করলেন রোহিত

ট্রফি জেতার পর শামির মায়ের কদমবুচি করলেন কোহলি