হোম > খেলা > ক্রিকেট

সৌরভকে যেখানে টপকে ইতিহাস গড়েছেন কনওয়ে

ঢাকা: টেস্ট অভিষেকে সেঞ্চুরি যেকোনো ক্রিকেটারেরই স্বপ্ন। তাও যদি হয় ক্রিকেট তীর্থ লর্ডসে, তাহলে তো কথাই নেই। ডেভন কনওয়ে কাল লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তো লিখিয়েছেনই। একই সঙ্গে ভেঙেছেন ২৫ বছর আগের এক রেকর্ড। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ গাঙ্গুলী । সৌরভের ইনিংসটিই এতোদিন ছিলো লর্ডসে অভিষেকেই খেলা সর্বোচ্চ রানের ইনিংস । কাল কনওয়ে ১৩৬* করে লর্ডসে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ছাড়িয়ে গেছেন সৌরভকে।

২০২০ এর ২৬ নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু কনওয়ের। এরপর থেকে রানের ফুলঝুরি ছোটাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণে এরই মধ্যে গড় ৫০ এর ওপরে।

সীমিত ওভারের ক্রিকেটের দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখল প্রথম টেস্টেও। ম্যাচে শুরু থেকেই যেভাবে ব্যাটিং করছিলেন দেখে বোঝার উপায় নেই তিনি প্রথম টেস্ট খেলতে নেমেছেন! ৬১তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের অভিষিক্ত পেসার ওলি রবিনসনকে স্কয়ার লেগে ফ্লিক করে সীমানা ছাড়া করে নাম লিখিয়েছেন অনার্স বোর্ডে পরে তো রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় । ৮৪তম ওভারের দ্বিতীয় বলে স্টুয়ার্ট ব্রডের ইয়র্কারে ডিপ মিড উইকেটে ফ্লিক করে তিন রান করে ছাড়িয়ে গেছেন সৌরভের লর্ডস অভিষেকে করা সর্বোচ্চ রানের ইনিংস ।

অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ১২তম কিউই ব্যাটসম্যান কনওয়ে। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন এই কিউই বাঁহাতি। কনওয়ের আগে লর্ডসে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম (১৮৯৩), ইংল্যান্ডের জন হ্যাম্পশায়ার (১৯৬৯), ভারতের সৌরভ গাঙ্গুলী (১৯৯৬), ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (২০০৪) ও ম্যাট প্রায়র (২০০৭)। এখনো ১৩৬ রান করে অপরাজিত আছেন কনওয়ে। কে বলতে পারে, হয়তো আজই লর্ডসে অভিষেক টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে ফেলবেন কনওয়ে।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন