ক্রীড়া ডেস্ক
২০১৪ সালের পর থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবারও দেশের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে আর একটা সিরিজ খোয়ানোর পথে ক্যারিবিয়ানরা। অবশ্য তিন ম্যাচ সিরিজে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাদের। উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানও সেই সুযোগটা কাজে লাগাতে চান। এখান থেকেই তাঁর দল শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে বলে বিশ্বাস পুরানের।
দারুণ ছন্দে থেকে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল উইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল তারা। তবে ৫০ ওভারের ক্রিকেটে শুরুটা হয়েছে হার দিয়ে। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরান বলেছেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। তবে আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার দ্বিতীয় ম্যাচ হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন নিজেদের সেরাটা উপহার দিতে পারি। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’
দলের ক্রিকেটারদের পরিশ্রম, নিবেদন ও লড়াইয়ের তাড়না দেখে মুগ্ধ পুরান। তাই প্রথম ওয়ানডেতে হারার পরও সিরিজ জেতার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী তিনি। ২৬ বছর বয়সী অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলটা এখনো তরুণ। ছেলেরা নিজেদের নিয়ে মাঠে কাজ করছে। তবে এখনো নিজেদের প্রমাণ করতে পারিনি। আমরা ম্যানেজমেন্ট, দর্শকসহ গণমাধ্যমকেও পাশে পাচ্ছি। আশা করছি খুব শিগগিরই ভালো দলে পরিণত হব।’
উইন্ডিজরা সর্বশেষ নয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছে। আগামী বুধবার উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে সিরিজ বাঁচানোর লক্ষ্যে।