ক্রীড়া ডেস্ক
শেষ ওভারে মালয়েশিয়ার প্রয়োজন ছিল ৫ রান, হাতে ছিল ৩ উইকেট। এমন রোমাঞ্চকর ম্যাচেই দলকে জয় এনে দিলেন আফিফ হোসেন। শেষ ওভারে তাঁর দুর্দান্ত বোলিংয়ে ২ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
এই জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম তিন বলেই ডট দেন আফিফ। চতুর্থ বলে আউট করেন বাংলাদেশের জয়ে কাঁটা হয়ে দাঁড়ানো বীরেনদ্বীপ সিংকে। মালয়েশিয়ার এই ব্যাটার আউট হওয়ার পরেই বাংলাদেশের জয়ের পথ সহজ হয়। শেষে তাই করলেন বাংলাদেশি অলরাউন্ডার। শেষ ২ বলে ২ রান দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন তিনি।
১১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭২ রানের মাথায় ৬ উইকেট হারায় মালয়েশিয়া। তখন জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে আইনুল হাফিজের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিচ্ছিলেন বীরেনদ্বীপ। কিন্তু শেষ ওভারে ৫ রানের হিসাব মেলাতে পারেননি তিনি। আসলে তাঁকে মেলাতে দেননি আফিফ। শেষ ওভারে তাঁর দুর্দান্ত বোলিংয়েই অপরিচিত মালয়েশিয়ার বিপক্ষে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ। অথচ, এবারের টুর্নামেন্টে ভারতের পর সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ। আগামী ৬ অক্টোবর ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।