হোম > খেলা > ক্রিকেট

লঙ্কান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন সাকিব–লিটনদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় পর্বে খেলতে নিবন্ধন করেছেন সাকিব আল হাসান। আজ বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সাকিব বাংলাদেশ জাতীয় দলের আরও পাঁচ ক্রিকেটার এলপিএল খেলতে নাম নিবন্ধন করেছেন।

তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ–এই পাঁচ ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফটের জন্য নাম নিবন্ধন করেছেন। বাংলাদেশের ছয় ক্রিকেটার ছাড়াও অস্ট্রেলিয়ার তিন, ওয়েস্ট ইন্ডিজের সাত, পাকিস্তানের আট, দক্ষিণ আফ্রিকার আট ও আফগানিস্তানের নয় ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন।

লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সহসভাপতি রাভিন বিক্রমারত্নে বলেছেন, ‘গতবারের এলপিএলের সফল আয়োজনই আরও অনেক ক্রিকেটারকে এই দেশে এলপিএল খেলতে অনুপ্রাণিত করছে। লঙ্কান ক্রিকেট ও লিগের জন্য এটা ইতিবাচক দিক।’ 

৩০ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত হবে লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। সাকিব–লিটনরা যদি দল পায়, তবু পুরো এলপিএল খেলা নিয়ে সংশয় রয়েছে তাঁদের। এ সময় ২ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আছে। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ