হোম > খেলা > ক্রিকেট

শান্ত-মিরাজ জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওপেনিং থেকে ৬০ রান। ৩ রানের মধ্যে আউট হন তিনে নামা তাওহীদ হৃদয়। এরপর জুটি বাঁধেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুজনের চতুর্থ উইকেট জুটিতে ছুটছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১৬১ রান।

দলীয় ৬৩ রানের সময় উইকেটে আসেন শান্ত। আগের ম্যাচে ৮৯ রান করা এই বাঁহাতি ব্যাটার অপরাজিত আছেন ৮৩ রানে। তাঁর সঙ্গী মিরাজ ওপেনিংয়ে দ্বিতীয়বার নেমে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন। মিরাজের ক্যারিয়ারের এটি তৃতীয় হাফ সেঞ্চুরি। 

হাফ সেঞ্চুরিকে তিন অঙ্কের ঘরে রূপ দেওয়ার পথে আছেন মিরাজ। সেঞ্চুরি থেকে আর ৭ রান দূরে আছেন তিনি। দুজনের এই জুটিতে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে একটি বড় জুটির অভাব অনুভব করেছে। এই ম্যাচে যেটা মিরাজ-শান্ত বাংলাদেশকে এনে দিয়েছেন। 

মিরাজের ৯৩ রানের ইনিংসে ৬ চার ও ২ ছক্কা। এর মধ্যে ১০৬ খেলেছেন তিনি। শান্তর ৮৪ রানের ইনিংসটি এসেছে ৮৯ বলে। দুজনের জুটিতে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২২৫ রান।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন