নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওপেনিং থেকে ৬০ রান। ৩ রানের মধ্যে আউট হন তিনে নামা তাওহীদ হৃদয়। এরপর জুটি বাঁধেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুজনের চতুর্থ উইকেট জুটিতে ছুটছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১৬১ রান।
দলীয় ৬৩ রানের সময় উইকেটে আসেন শান্ত। আগের ম্যাচে ৮৯ রান করা এই বাঁহাতি ব্যাটার অপরাজিত আছেন ৮৩ রানে। তাঁর সঙ্গী মিরাজ ওপেনিংয়ে দ্বিতীয়বার নেমে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন। মিরাজের ক্যারিয়ারের এটি তৃতীয় হাফ সেঞ্চুরি।
হাফ সেঞ্চুরিকে তিন অঙ্কের ঘরে রূপ দেওয়ার পথে আছেন মিরাজ। সেঞ্চুরি থেকে আর ৭ রান দূরে আছেন তিনি। দুজনের এই জুটিতে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে একটি বড় জুটির অভাব অনুভব করেছে। এই ম্যাচে যেটা মিরাজ-শান্ত বাংলাদেশকে এনে দিয়েছেন।
মিরাজের ৯৩ রানের ইনিংসে ৬ চার ও ২ ছক্কা। এর মধ্যে ১০৬ খেলেছেন তিনি। শান্তর ৮৪ রানের ইনিংসটি এসেছে ৮৯ বলে। দুজনের জুটিতে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২২৫ রান।