হোম > খেলা > ক্রিকেট

জ্বলে উঠলেন অলরাউন্ডার সাকিব, উড়ছে বাংলা টাইগার্স

ক্রীড়া ডেস্ক

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অবশেষে দেখা মিলল অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই জ্বলে উঠেছেন তিনি। সাকিবের পাশাপাশি শরীফুল ইসলাম তাঁর ছন্দ ধরে রেখেছেন। দুই বাংলাদেশির দুর্দান্ত পারফরম্যান্সে ছুটছে বাংলা টাইগার্স মিসিসাউগার জয়রথ।
 
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ২ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলা টাইগার্স। সাকিব-শরীফুল দুজনেই একটি করে উইকেট পেয়েছেন। পাশাপাশি ইকোনমিকাল বোলিংও তাঁরা করেছেন। দুই বাংলাদেশিই ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেছেন। সাকিব  ৩০ রান খরচ করেছেন এবং শরীফুল দিয়েছেন ৩১ রান। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন সাকিব। ৩ ছক্কা মেরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন বাংলা টাইগার্স। 

টস জিতে গত রাতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টরন্টো ন্যাশনালস অধিনায়ক কলিন মুনরো। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করেছে বাংলা টাইগার্স। রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টরন্টো। একই সঙ্গে বাড়তে থাকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তোলার চাপ। শেষ ওভারে হাতে ৪ উইকেট নিয়ে টরন্টোর দরকার হয় ১৮ রান। আলী খানের বেহিসেবি বোলিংয়ে চূড়ান্ত ওভারে আসে ১৫ রান। দুটি ওয়াইডের সঙ্গে নো বলে একটি চার হজম করেছেন তিনি। 

 বাংলা টাইগার্সের ২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ভিসে। সাত নম্বরে নেমে ১৭ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩টি করে চার ও ছক্কা মেরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। বোলিংয়ে ২৮ রানে নিয়েছেন এক উইকেট।
 ৪ ওভারের বোলিংয়ে এক ওভার মেডেন দিয়েছেন তিনি।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন