হোম > খেলা > ক্রিকেট

তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি, মা দিবসে হৃদয়

ক্রীড়া ডেস্ক

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে তারকা খেলোয়াড়েরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মাকে নিয়ে আবেগঘন পোস্টও সামাজিকমাধ্যমে দিয়েছেন খেলোয়াড়েরা। মাকে নিয়ে তাওহীদ হৃদয়ের পোস্ট চোখে জল এনে দেওয়ার মতো। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকাল ৫টা ৫৮ মিনিটে মায়ের সঙ্গে ছবি দেন হৃদয়। মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। মায়েদের পরিশ্রম, আত্মত্যাগ ফুটে উঠেছে হৃদয়ের লেখায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাক, সুস্থ থাক, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’ 

কোনো এক জন্মদিনের দিন মায়ের ক্যানসারের খবর পান হৃদয়। মমতাময়ী মায়ের এমন অসুখের খবর শুনে কেমন অবস্থা হয়েছিল, সেটা দিয়েই পোস্টের শুরু করেন তিনি। হৃদয় বলেন, ‘আমার মা। আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো ঘটনা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। ক্যানসারের সঙ্গে লড়াই করেছ, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’ 
 

শেষটা হৃদয় করেছেন এভাবে, ‘মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা।’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন