হোম > খেলা > ক্রিকেট

‘ওয়াকার-মিসবাহকে ছাঁটাই করা আমার অধিকার ছিল’

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজার বরখাস্ত হওয়ার ১০ দিন পেরিয়ে গেছে। এখনো বিভিন্ন পুরোনো ইস্যুতে আলাপ-আলোচনা চলছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়াকার ইউনিস ও মিসবাহ-উল হকের পদত্যাগ।

২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হয়েছিলেন রাজা। তার ঠিক অল্প কয়েক দিন পরে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রধান কোচ মিসবাহ–উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। পরবর্তী সময়ে মিসবাহ জানিয়েছিলেন, তাঁদের দায়িত্বে থাকাটা রমিজই চাননি। এবার সেই আলোচিত দুই পদত্যাগের ব্যাপারে মুখ খুললেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘চেয়ারম্যান হিসেবে তাদের ছাঁটাই করা আমার অধিকার ছিল। এমনকি তারা এখন সাকলাইন মুশতাককে সরিয়ে মিকি আর্থারকে আনার কথা বলছে। তারা দুই বছরের পূর্ণ বেতন পেয়েছিল। তাদেরকে পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছিল।’

মিসবাহ-ওয়াকাররা যখন পদত্যাগ করেন, তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছিল। এমন গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের পদত্যাগ করা ভালো চোখে দেখছেন না রমিজ। সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ দিন বা ১ সপ্তাহ আগে এমন কিছু ভালো হয়নি। আমাদের চুক্তি বার্ষিক। তারা (মিসবাহ-ওয়াকার) জানুয়ারি-ফেব্রুয়ারিতে এমনিই চলে যেত। আমরা নতুন ম্যানেজমেন্ট এনেছিলাম। কাজটা আমার জন্য সহজ ছিল না।’

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন