হোম > খেলা > ক্রিকেট

‘ওয়াকার-মিসবাহকে ছাঁটাই করা আমার অধিকার ছিল’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজার বরখাস্ত হওয়ার ১০ দিন পেরিয়ে গেছে। এখনো বিভিন্ন পুরোনো ইস্যুতে আলাপ-আলোচনা চলছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়াকার ইউনিস ও মিসবাহ-উল হকের পদত্যাগ।

২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হয়েছিলেন রাজা। তার ঠিক অল্প কয়েক দিন পরে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রধান কোচ মিসবাহ–উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। পরবর্তী সময়ে মিসবাহ জানিয়েছিলেন, তাঁদের দায়িত্বে থাকাটা রমিজই চাননি। এবার সেই আলোচিত দুই পদত্যাগের ব্যাপারে মুখ খুললেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘চেয়ারম্যান হিসেবে তাদের ছাঁটাই করা আমার অধিকার ছিল। এমনকি তারা এখন সাকলাইন মুশতাককে সরিয়ে মিকি আর্থারকে আনার কথা বলছে। তারা দুই বছরের পূর্ণ বেতন পেয়েছিল। তাদেরকে পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছিল।’

মিসবাহ-ওয়াকাররা যখন পদত্যাগ করেন, তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছিল। এমন গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের পদত্যাগ করা ভালো চোখে দেখছেন না রমিজ। সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ দিন বা ১ সপ্তাহ আগে এমন কিছু ভালো হয়নি। আমাদের চুক্তি বার্ষিক। তারা (মিসবাহ-ওয়াকার) জানুয়ারি-ফেব্রুয়ারিতে এমনিই চলে যেত। আমরা নতুন ম্যানেজমেন্ট এনেছিলাম। কাজটা আমার জন্য সহজ ছিল না।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ