হোম > খেলা > ক্রিকেট

ব্রাডম্যানের পাশে কামিন্দু, ৭৫ বছর পর যে রেকর্ড হলো টেস্টে

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার ডন ব্রাডম্যান। তাঁর যেকোনো রেকর্ডে ভাগ বসানো যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। সেই স্বপ্নের সামান্য হলেও পূরণ হলো কামিন্দু মেন্ডিসের। টেস্টে দ্রুততম এক হাজার রানে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রাডম্যানের পাশে বসলেন শ্রীলঙ্কান ব্যাটার। 

১৯২৮ সালে টেস্ট অভিষেক হওয়া ব্রাডম্যান ১৯৩০ সালে ১৩ ইনিংসে ১ হাজার রান করেছিলেন। কামিন্দুও অভিষেকের দুই বছরের মাথায় সমান ইনিংসে করলেন দ্রুততম ১ হাজার রান। ১৯৪৯ সালের পর এই কীর্তি গড়তে দেখল টেস্ট ক্রিকেট। 

অভিষেকের পর দ্রুততম এক হাজার রানের তালিকায় ব্রাডম্যান ও কামিন্দুর ওপরে আছেন শুধু দুজন—ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ এবং ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। দুজনেরই লেগেছিল সমান ১২ ইনিংস। তার মধ্যে উইকস অভিষেকের এক বছরের মাথায় ১৯৪৯ সালে ব্রাডম্যানকে ছাড়িয়ে এই কীর্তি গড়েন। অবশ্য অভিষেকের এক বছরের মধ্যে রেকর্ডটি ১৯২৫ সালেই করে ফেলেছিলেন সাটক্লিফ।

গলের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সৌদ শাকিলকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিলেন কামিন্দু। ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস পেয়েছেন তিনি, যা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম নজির। শাকিল ৭ টেস্টে গড়েছিলেন এই কীর্তি। 

প্রথম দিন ৫১ রান নিয়ে দিন পার করা কামিন্দু আজ রাচিন রবীন্দ্রকে ৬ মেরে দ্রুততম হাজার রানের কীর্তি গড়েন। এর পরপরই ৫ উইকেটে ৬০২ রান নিয়ে প্রথম ইনিংসের ঘোষণা দেয় শ্রীলঙ্কা। ২৫ বছর বয়সী ব্যাটারের সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম দ্বিশত উদ্‌যাপনেরও। কিন্তু ইনিংস ঘোষণা করায় ২৫০ বলে ১৬ চার ও ৪ ছয়ে ১৮২ রানে অপরাজিত থাকতেই মাঠ ছাড়তে হয় কামিন্দুকে। তাঁর সঙ্গে অপরাজিত ১০৬ রান নিয়ে মাঠ ছাড়েন টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পাওয়া উইকেটরক্ষক কুশল মেন্ডিস। 

পঞ্চম উইকেটে দুজনই গড়েন ২০০ রানের অবিচ্ছিন্ন জুটি। ৩ উইকেটে ৩০৬ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেও ১২ রানের জন্য তিন অঙ্কের ঘর ছুঁতে পারেননি তাঁর সঙ্গে দিন শুরু করা অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর ৪৪ রানে ফেরেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান