Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

পেসার না হয়েও ডোনাল্ডকে মাহমুদউল্লাহর ভালোবাসা

ক্রীড়া ডেস্ক

পেসার না হয়েও ডোনাল্ডকে মাহমুদউল্লাহর ভালোবাসা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই টিম মিটিংয়ে অ্যালান ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপ শেষেই বাংলাদেশ দলের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ। বিদায় বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডোনাল্ড। এরপর গত পরশু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ডোনাল্ড। 

২০২২-এর ১ মার্চ থেকে এ বছরের ১১ নভেম্বর পর্যন্ত ২০ মাস কাজ করেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার আসার পরই শক্তিশালী হয়ে উঠতে থাকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদের মতো তরুণ পেসাররা উঠে এসেছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরাও নিজেদের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। পেসারদের নিয়ে কাজ করলেও ডোনাল্ড যেন পুরো বাংলাদেশ দলকে আপন করে নিয়েছিলেন।যেখানে ডোনাল্ডের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের কাজ করার প্রয়োজনই পড়েনি। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিং করেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর আজ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, ‘একজন কিংবদন্তি ও ভদ্রলোক। অসাধারণ এক ব্যক্তি। আপনার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ 

২০১৮ থেকে ২০২১ পর্যন্ত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তাসকিন। এরপর যখন তিনি ফিরেছেন, তখন থেকেই দুর্দান্ত খেলছেন। যেখানে ডোনাল্ড দায়িত্ব নেওয়ার পর তাঁর (তাসকিন) দারুণ উন্নতি হয়েছে। ২০২২-এর ১ মার্চ থেকে ২০২৩-এর ১১ নভেম্বর-এই সময়ে বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০ উইকেট পেয়েছেন। গত পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেও তাসকিনের কাছে এসেছে ডোনাল্ডের অধীনে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সের প্রসঙ্গ।

পুনের মিক্সড জোনে সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের ফাস্ট বোলিং করতে দারুণভাবে সাহায্য করেছেন। ভালো হোক বা খারাপ হোক, সব সময় পাশে থাকতেন। অনুপ্রাণিত করতেন। তাঁর সঙ্গে কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করেছি। তিনি তো চলে গেলেন। পেশাগত জীবন বলতে এটাই। সব কোচই দুই বছর, চার বছর পর যাবেন, আসবেন। তাঁর সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরও ভালো বোলিং কোচের আশায় রইলাম।’

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ

‘বাংলাদেশে ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার খুব কম’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে সেই অদৃশ্য ভয় নেই

পরিপূর্ণ দক্ষিণ আফ্রিকার সামনে প্রত্যয়ী কিউইরা

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত