Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

দুই কাপ নয়, এক কাপ চায়ে অভ্যস্ত হতে বললেন রমিজ 

ক্রীড়া ডেস্ক

দুই কাপ নয়, এক কাপ চায়ে অভ্যস্ত হতে বললেন রমিজ 

নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করায় এমনিতেই বিপুল আর্থিক লোকসান হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ না হলেও, ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা তখন আট দিনেই খেয়েছিলেন ২৭ লাখ টাকার বিরিয়ানি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের খরচ কমানোর নির্দেশ দিয়েছেন রমিজ রাজা। 

দুদিন আগেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন রমিজ। সেখানে পিসিবির পরিচালক, চতুর্থ শ্রেণির কর্মকর্তা ও মাঠ-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘বোর্ডের অতিরিক্ত খরচগুলো আমাদের কমানো উচিত। দুই কাপের জায়গায় এক কাপ চায়ে অভ্যস্ত হওয়া, এয়ার কন্ডিশনের ব্যবহার কমানো আর অফিস ছাড়ার আগে লাইট বন্ধ করা উচিত। আমাদের দল যদি বিশ্বের এক নম্বর দল না হয় তাহলে আমাদের কারও এখানে থাকার দরকার নেই। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে সবাই আমাদের উপস্থিতি বোঝে।' 

রমিজ পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ক্রিকেটে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। একইদিনে পাকিস্তানের ঘরোয়া লিগের কোচদের সঙ্গেও সাক্ষাৎ করেন রমিজ। সবাইকে নিজেদের উন্নতির জন্য কাজ করার আহ্বান জানান। রমিজ তৃণমূল ক্রিকেটের উন্নতির ইচ্ছা প্রকাশ করেছেন। ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে উইকেটের উন্নতির নির্দেশনাও দিয়েছেন, যাতে তরুণেরা আরও ভালো প্রশিক্ষণের সুযোগ পায়। 

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর