উত্তেজনার রেনু ছড়িয়ে পঞ্চম তথা শেষ দিনে গড়িয়েছে পোর্ট এলিজাবেথ টেস্ট। জয়ের জন্য স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দরকার ৫ উইকেট, আর শ্রীলঙ্কার দরকার ১৪৩ রান।
টেম্বা বাভুমার ইনিংস সর্বোচ্চ ৬৬ এবং এইডেন মার্করামের ৫৫ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩১৭ রান তুললে জয়ের জন্য ৩৪৮ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। যে লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানে দিন পার করেছে সফরকারীরা।
বড় রান তাড়া করার জন্য ভালো একটা শুরুর দরকার ছিল শ্রীলঙ্কার। কিন্তু সেটা তো হয়ইনি, উল্টো ৬৩ রানে ৩ উইকেট খুইয়ে ফেলা তারা, ১২২ রানে হারায় ৫ উইকেট। এই অবস্থায় উইকেটে লঙ্কান দলের হাল ধরেছেন দুই ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। দুজনের ৩৯ রান করে অপরাজিত। ষষ্ঠ উইকেটে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি তাঁদের।