Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন, বলছেন পুরান

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন, বলছেন পুরান

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দুইবারে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ তাদেরকেই এবার খেলতে হবে প্রথম রাউন্ড। এমনকি এই দলে আছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। নিকোলাস পুরানের মতে, এই তরুণদের নিয়ে বিশ্বকাপ জয়ই হবে সবচেয়ে বড় অর্জন।

হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ছাড়া এই গ্রুপে  ‘গ্রুপ-বি’ তে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি তিন দলই টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে তুলনামূলক  ভালো খেলছে। প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ পেরিয়ে উইন্ডিজদের বিশ্বকাপ জয় তাই এবার একটু কঠিনই। তবে পুরান এটাকে (বিশ্বকাপ জয়) বড় অর্জন  মনে করছেন। আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপ জেতা হবে বড় অর্জন। এই গ্রুপের জন্য তো অবশ্যই। এটা একটা নতুন গ্রুপ। একঝাঁক তরুণ খেলোয়াড় এই দলে। বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেন ক্রিস গেইল এবং ডোয়েইন ব্রাভো। চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন কাইরন পোলার্ড। আর আন্দ্রে রাসেল, সুনীল নারাইন দলে জায়গা পাননি। এমনকি বিমান ধরতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমেয়ার। ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, ওবেদ ম্যাককয়, আকিল হোসেনের মতো তরুণ খেলোয়াড়েরা খেলছেন এবারের বিশ্বকাপে। এই ব্যাপারে পুরান বলেন, ‘আমার মতে, অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের একটা ভারসাম্য থাকা উচিত। আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা দুটো বিশ্বকাপ জিতেছি (২০১২ এবং ২০১৬)। গত বিশ্বকাপেও আমাদের একগাদা তারকা ক্রিকেটার ছিল কিন্তু আমরা সেমিফাইনালে উঠতে পারিনি।’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকাররাও

অতিরিক্ত ডট বলই ডুবিয়েছে বাংলাদেশকে, শান্তর দায় স্বীকার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

পাকিস্তানকে সঙ্গে নিয়ে ছিটকে পড়ল বাংলাদেশ

বাংলাদেশের সেরা বোলার হবেন নাহিদ রানা, সাবেক ভারতীয় পেসারের ভবিষ্যদ্বাণী