ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ মোহাম্মদ আমির ও শোয়েব মালিক। পাকিস্তানি এ দুই খেলোয়াড় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হারুন রশিদের মতে, আমির-মালিকেরা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন।
চলতি বিপিএলে মালিক খেলছেন রংপুর রাইডার্সের হয়ে আর সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন আমির। মালিক ৮ ম্যাচে ৩৮.৫০ গড় ও ১৩৪.৩০ স্ট্রাইক রেটে করেছেন ২৩১ রান। দুটি ফিফটি করেছেন ৪০ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটার। আর বোলিংয়ে ছড়ি ঘোরাচ্ছেন আমির। ৫.৯৩ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
আমির-মালিকদের জন্য পাকিস্তান দলে ফেরার দরজা এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন রশিদ। পিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘আপনাকে দেখতে হবে বর্তমান কম্বিনেশনে কোন খেলোয়াড়কে কোথায় খেলানো যায়। আমাদের এটাও দেখতে হবে যে গুরুত্বপূর্ণ সময়ে মালিকের মতো খেলোয়াড় পাকিস্তানের জয়ে কেমন অবদান রাখে।’
অন্যদিকে আমিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কদিন আগে পিসিবি সভাপতি নাজাম শেঠি কথা বলেছিলেন, যেখানে আমির ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে নিয়ে পিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘আমার মতে, ভেবেচিন্তে খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়া উচিত।’