ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের রেশ যেন থামছেই না। এক মাস আগে মাঠে গড়ানো ম্যাচটি নিয়ে এখনো চলছে নানা আলোচনা। এবার এই ম্যাচ নিয়ে নতুন কথা বললেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি বলেছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভয় পেয়েছিল ভারত। ম্যাচের আগে দুই দলের শরীরী ভাষাও ভিন্ন ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
ভারত-পাকিস্তান ম্যাচ মানে বরাবরই বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনা আরও জমে ওঠে দুই পক্ষের কথা লড়াইয়ে। তবে এবার ভারতকে হারানোর পর থামছে না সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের কথার বহর। দেশটির কিংবদন্তি ব্যাটার ইনজামামও আরেকবার মুখ খুললেন সেই ম্যাচ নিয়ে। ইনজামাম বলেন, ‘আমার মনে হয় ম্যাচ শুরুর আগেই ভারত ভড়কে গিয়েছিল। তাদের শরীরী ভাষায় সে কথাই বলে। আপনি যদি বিরাট কোহলি ও বাবর আজমের টস করতে যাওয়ার দৃশ্য দেখেন তবেই বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন কে আসলে চাপে ছিল।’
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত। হেরেছে ১০ উইকেটে। তবে ইনজামাম মনে করেন ম্যাচ শুরুর আগেই ভারত বেশি চাপ নিয়ে ফেলেছিল। কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘তাদের চেয়ে আমাদের (পাকিস্তানের) শরীরী ভাষা ভালো ছিল। এমন না যে রোহিত শর্মা আউট হওয়ার পর ভারত চাপে পড়েছে। তারা ম্যাচ শুরুর আগেই চাপ নিয়ে ফেলেছিল।’
তবে ভারত যেভাবে খেলেছে তার চেয়ে ভালো দল বলেও মনে করেন ইনজামাম, ‘ভারত যেমন দল সেভাবে খেলেনি। টি-টোয়েন্টিতে তারা ভালো দল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগের ২-৩ বছরের পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে তারা কেন ফেবারিট! তবে ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি চাপ থাকেই।’