হোম > খেলা > ক্রিকেট

দ্বিতীয় টেস্টে খেলোয়াড় বাড়াল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। হারের পর তীব্র সমালোচনা সহ্য করতে হচ্ছে শান মাসুদ-বাবর আজমদের। আগামী পরশু থেকে একই ভেন্যুতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই পাকিস্তানের। সেটি বিবেচনায় নিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরিয়েছে প্রথম টেস্ট থেকে বাদ পড়া ৩ ক্রিকেটারকে। প্রথম টেস্টে তাদের দল ছিল ১৪ জনের, দ্বিতীয় টেস্টে তিন ক্রিকেটার বেড়ে হলো ১৭ জন।

প্রথম টেস্টে কোনো স্পিনার না খেলানো ভুগিয়েছে পাকিস্তানকে। সেই ভুল শুধরে এবার দলে ডাকা হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ ও স্পিন অলরাউন্ডার কামরান গুলামকে। প্রথম টেস্টের দলে শুরুতে ছিলেন তাঁরা। পেস বোলিং সহায়ক উইকেটকে প্রাধান্য নিয়ে পরে তাঁদের ‘এ’ দলে পাঠিয়ে দিয়েছিল স্বাগতিকেরা।

সদ্য বাবা হওয়া শাহিন শাহ আফ্রিদির শুধু প্রথম টেস্ট খেলার কথা ছিল। তবে তাঁকেও দ্বিতীয় টেস্টের জন্যও রেখে দিয়েছেন নির্বাচকেরা। ফিটনেস ইস্যুতে প্রথম টেস্ট থেকে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকেও দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে। 

দ্বিতীয় টেস্ট ১৬ সদস্যের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহিন শাহ আফ্রিদি।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন