দুই দিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। এবার তাঁর ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান। পরিবারে আনন্দ ছড়িয়ে দেওয়া সে কন্যাসন্তানের নামও রেখেছে তাসকিন পরিবার।
গতকাল শনিবার রাতে কন্যার নাম আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাসকিন নিজেই। জানিয়েছেন, তাঁর মেয়ের নাম রাখা হয়েছে ফাতেমা আহমেদ তৈয়বা।
নতুন অতিথির আগমনে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে তাসকিন পরিবারে। পেসারের বাবা আবদুর রশীদ বলেছেন, বাচ্চা এবং বাচ্চার মা সুস্থ আছে। আপাতত হাসপাতালেই আছে তারা।
দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পাওয়ার আনন্দটা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তাসকিন। কন্যার জন্মের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি সুন্দর এক কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন!’
২০১৭ সালের ৩১ অক্টোবর সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার সন্তানের বাবা হন এই পেস তারকা। তাদের সংসারে প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।