ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসান অধিকাংশ সময়ই কাটিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএল ক্যারিয়ারের শুরু, শিরোপা—সবকিছুতেই সাকিবের সঙ্গে জড়িয়ে কলকাতা। বাংলাদেশের বাঁহাতি স্পিনারকে নিয়ে স্মৃতিচারণা করেছে কলকাতা।
২০১১ সালের ১৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে শুরু হয় সাকিবের আইপিএলে পথচলা। ১৪ বছর আগে সেই ম্যাচ হয় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের আইপিএল অভিষেক নিয়ে স্মৃতিচারণা করেছে কলকাতা নাইট রাইডার্স। ওপরে মানবিন্দর বিসলার সঙ্গে সাকিবের উদ্যাপনের ছবি, নিচে শাহরুখ খানের সঙ্গে ট্রফি নিয়ে উদ্যাপন—এভাবে নিজেদের ফেসবুক পেজে ছবি দুটি যুক্ত করেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘যেখানে আমরা আমাদের সাকিব দা কে পেয়েছিলাম ২০১১ সালে আজকের দিনে। বেগুনি ও সোনালি রঙের জার্সিতে অভিষেক হয় সাকিব আল হাসানের।’ পোস্ট শেষে বেগুনি ও হলুদ রঙের দুটি ইমোজি লাভ ইমোজি ব্যবহার করেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় ফেসবুকে পোস্ট দিয়েছে কলকাতা। পোস্ট দেওয়ার পর রিঅ্যাকশন হয়েছে ৬৫ হাজারেরও বেশি। মন্তব্য হয়েছে প্রায় চার হাজার।