Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বদলে গেল পাকিস্তানের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

বদলে গেল পাকিস্তানের অধিনায়ক

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাষ্ট্রীয় জটিলতায় পরে সেটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। তবে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশই, পরিবর্তন হয়েছে শুধু ভেন্যু।

নতুন অধিনায়ক দিয়ে ১৫ সদস্যের বিশ্বকাপ দল দিয়েছে পিসিবি। নতুন নেতৃত্ব পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাতিমা সানা। এত দিন দলটির অধিনায়কত্ব করেছেন ৩৭ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডার নিদা দার। 

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফাতিমা সানাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। দেশটির নারী ক্রিকেট দলের নির্বাচক প্যানেল সিদ্ধান্তটি নেয়। 

আইসিসির কোনো টুর্নামেন্টে এবারই প্রথম অধিনায়কত্ব করবেন ২২ বছর বয়সী ফাতিমা। পাকিস্তানের হয়ে ৪১ ওয়ানডে এবং ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ইতিমধ্যে দুটি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। 

ফাতিমা নেতৃত্ব দিয়েছেন ঘরোয়া লিগেও। ২০২৩ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সুপার ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ের ম্যাচেও দলের নেতৃত্বে ছিলেন ফাতিমা সানা। সেই ম্যাচে দুর্দান্ত বোলিংও করেছিলেন তিনি। 

২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা ১০ ক্রিকেটার সুযোগ পেয়েছেন টুর্নামেন্টে। ভ্রমণ রিজার্ভে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটার নাজিহা আলভি। নন-ট্রাভেলিং রিজার্ভে আছেন আরও দুজন—রামিন শামীম ও উম্মে-ই-হানি। আগামী ৩-২০ অক্টোবরে আরব আমিরাতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দল: ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস সাপেক্ষে), সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব ও তুবা হাসান। 

ভ্রমণ রিজার্ভ: নাজিহা আলভি (উইকেটরক্ষক)। 
নন-ট্রাভেলিং রিজার্ভ: রামিন শামীম ও উম্মে-ই-হানি।

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা