Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আজকের ‘ফাইনালে’ নেই শান্ত

অনলাইন ডেস্ক

আজকের ‘ফাইনালে’ নেই শান্ত
শেষ ওয়ানডেতে খেলাই হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। ছবি: এএফপি

নাজমুল হোসেন শান্তকে নিয়ে শঙ্কাটা আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত সেটাই হলো সত্যি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক।

শারজায় পরশু দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়ায় শান্তকে নিয়ে চিন্তা বেড়ে যায়। টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করছিল তাঁর স্ক্যানের রিপোর্ট নিয়ে। শান্তকে নিয়েই আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন যে আফগানদের বিপক্ষে ‘ফাইনালে’ তাঁকে পাওয়া যাচ্ছে না। কুঁচকির চোটে পড়া শান্তর বাঁ পায়ের মাংশপেশিতেও টান লেগেছে। এক সপ্তাহ তিনি ফিটনেস ট্রেনারের অধীনে জিম করবেন। কারণ এই শান্তর নেতৃত্বেই এ মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। গত কাল তাঁকে নিয়েই উইন্ডিজ সিরিজের দল দিয়েছে বিসিবি।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এই এক ম্যাচের জন্য শান্তর বিকল্প কাউকে নেওয়া হচ্ছে না বলে বিসিবি সূত্রে জানা গেছে। শান্ত ছিটকে যাওয়ায় মেহেদী হাসান মিরাজই আজকের ফাইনালে সম্ভাব্য অধিনায়ক।

সমালোচনায় বিদ্ধ হতে থাকা শান্ত আফগান সিরিজে ফিরে পাচ্ছিলেন। ১২৩ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। গড় ৬১.৫০। যার মধ্যে পরশু ৭৬ রান করে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। টানা ৮ ম্যাচ হারের পর সেদিনই বাংলাদেশ পেয়েছিল প্রথম জয়। এর আগে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। খেলতে পেরেছিলেন কেবল প্রথম ওয়ানডেতেই (৩ বলে ১ রান)। বাংলাদেশকে আজ একাদশ সাজাতে হবে ১৩ ক্রিকেটারের মধ্য থেকে।

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত

দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিলেন শান্ত, মিরাজও শেষ