অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে এবার ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে অনেকবার। বিশেষ করে, মেলবোর্ন ও সিডনিতে সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টের অবস্থা ‘কুরুক্ষেত্রের’ মতোই ছিল। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ভারতের আচরণের কড়া ভাষায় সমালোচনা করেন। জবাব দিতে ছাড়েননি গৌতম গম্ভীরও।
জসপ্রীত বুমরার সঙ্গে স্যাম কনস্টাসের পরশু সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের প্রথম দিনে কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল। যেখানে উসমান খাজার উইকেট নেওয়ার পর নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা কনস্টাসের দিকে বুমরা তেড়ে গিয়েছিলেন। কনস্টাস-বুমরার মধ্যে ঝগড়া থামাতে আম্পায়ারদের এগিয়ে আসতে হয়েছিল। ম্যাকডোনাল্ড গতকাল ভারতের এমন আচরণ নিয়ে তোপ দেগেছিলেন। আজ তৃতীয় দিনে ম্যাচ শেষে গম্ভীর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দিয়েছেন। ভারতের প্রধান কোচ বলেন, ‘দেখুন। এটা কঠিন খেলা। মানসিকভাবে শক্ত লোকেরাই খেলেন। আপনি অতটা নরম হতে পারবেন না। এটা খুবই সাধারণ ঘটনা। এখানে ভয়ংকর কিছু ছিল বলে তো আমি মনে করি না।’
অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বোর্ডার-গাভাস্কার ট্রফি তো ভারত খুইয়েছে। একই সঙ্গে এশিয়ার দলটি ছিটকে গেছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও। স্বাভাবিকভাবে গম্ভীরের হতাশা একটু বেশি কাজ করেছে। একারণে তিনি অস্ট্রেলিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বারবার। ভারতের প্রধান কোচ বলেন, ‘যখন উসমান খাজা সময় নিচ্ছিল, তার (কনস্টাস) কোনো অধিকারই ছিল না জসপ্রীত বুমরার সঙ্গে কথা বলার। বুমরার সঙ্গে তর্কে তার (কনস্টাস) জড়ানোর কোনো মানেই হয় না। আম্পায়ার এবং অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের কাজ সেটা।’
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু কনস্টাসের। সেই ম্যাচে কনস্টাসকে ধাক্কা মেরেছিলেন বিরাট কোহলি। কনস্টাস-কোহলির মধ্যেও হয়েছিল তুমুল ঝগড়া। পরে কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নামের পাশে জুটেছিল একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসিকে ধুয়েও দিয়েছিলেন তখন মার্ক ওয়াহ-রিকি পন্টিংরা। গম্ভীর বলেন, ‘আমার মতে এটা নিয়ে বেশি ঝামেলা করা উচিত না। এমন না যে এসব ঘটনা এই সিরিজে হয়েছে। অতীতে এমন ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার অতীতে এসব করেছে। এসব ব্যাপারে আমরা শুধু বড় ইস্যু তৈরি করছি।’