Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

হোয়াইটওয়াশের পর এবার কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন

ক্রীড়া ডেস্ক    

হোয়াইটওয়াশের পর এবার কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন
নিজের শেষ পাঁচ টেস্টে বিরাট কোহলির শুধু এক ফিফটি। ছবি: এএফপি

রোহিত শর্মা-বিরাট কোহলিরা থাকার পরও নিউজিল্যান্ডের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। তিন টেস্টের সিরিজে প্রথমবারের মতো নিজেদের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে তারা। রোহিত-কোহলিদের নিয়ে এরই মধ্যে আলোচনা-সমালোচনাও চলছে।

নিজের শেষ পাঁচ টেস্টের ১০ ইনিংসে মাত্র একটি ফিফটি কোহলির। কেউ বলছেন তাঁর সময় ফুরিয়ে এসেছে। এবার কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান চ্যাপেল।

কোহলির শট সিলেকশন নিয়ে প্রশ্ন তুললেন চ্যাপেল ভারতের ব্যাটারদের ফুটওয়ার্ক নিয়েও প্রশ্ন তুলেছেন চ্যাপেল। ক্রিকইনফোকে কোহলির শট সিলেকশন সমস্যা ছিল বললেন চ্যাপেল, ‘ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির প্রথম ইনিংসের আউটটিই তাদের ডিফেন্সিভ ফুটওয়ার্কের ঘাটতির জায়গাটি ফুটিয়ে তুলছে।’

দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই মিচেল স্যান্টনারের বলে আউট হন কোহলি। প্রথম ইনিংসে ১ রান করে বোল্ড এবং দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে পড়েন এলবিডব্লিউর ফাঁদে। সে প্রসঙ্গ টেনে চ্যাপেল বললেন, ‘কোহলি (মিচেল) স্যান্টনারের করা এমন এক ডেলিভারিতে ক্লিন বোল্ড হয়েছে যেখানে উইকেট থেকে যেকোনো ব্যাটার একটু জায়গা বের করতে পারলেই সেটা সজোরে মারতে পারত। যা হোক, কোহলির ডিফেন্সিভ ফুটওয়ার্কের চেয়ে তার শট সিলেকশনকে এখানে বেশি প্রশ্নের মুখে পড়তে হবে।’

ঘরের মাঠকে দুর্গ বানিয়ে একের পর এক টেস্ট সিরিজ জিতেছে ভারত। তবে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে আসা নিউজিল্যান্ড এবার ভারতকে উল্টো ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ পাইয়ে দিল। এমন ঘটনায় ভারতকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে ক্রিকেটবিশ্বে। অধিনায়ক রোহিতের পাশাপাশি ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলিকেও রেহাই দিচ্ছেন না সাবেকরাও।

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

সেমির পানির মতো সমীকরণ কি মেলাতে পারবে ‘চোকার্স’ প্রোটিয়ারা

১ পয়েন্ট আর ৩৪০ ডট বল খেলে দেশে ফিরল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের ‘গেরো’ খুলতে চায় দক্ষিণ আফ্রিকা

২২ টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি শুধু হতাশাই

আফগানদের অপেক্ষায় রেখে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

সমালোচনার মুখে অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

ইংল্যান্ড ম্যাচের আগে বড় সুখবর দক্ষিণ আফ্রিকার