Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

চাকরির প্রস্তাব পেলেন অভাবের তাড়নায় সাহায্য চাওয়া টেন্ডুলকারের বন্ধু

ক্রীড়া ডেস্ক

চাকরির প্রস্তাব পেলেন অভাবের তাড়নায় সাহায্য চাওয়া টেন্ডুলকারের বন্ধু

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে পাওয়া অবসর ভাতা দিয়ে সংসার চালাতে পারছেন না বিনোদ কাম্বলি। তাই কিছুদিন আগে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে একটা চাকরি চেয়েছিলেন। এখনো পর্যন্ত কাম্বলির সেই আবেদনে সাড়া দেয়নি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা সাড়া না দিলেও শচীন টেন্ডুলকারের বন্ধুকে চাকরির প্রস্তাব দিয়েছেন মহারাষ্ট্রের এক ব্যবসায়ী। সন্দ্বীপ থোরাত নামের সেই ব্যবসায়ী তাঁর প্রতিষ্ঠানে মাসে ১ লাখ ২০ হাজার টাকার বেতনের চাকরি দিতে চান সাবেক ভারতীয় ব্যাটারকে।

চাকরির প্রস্তাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি কাম্বলি। তবে ব্যবসায়ী সন্দ্বীপের প্রস্তাবকৃত চাকরিটি করবেন কিনা এ নিয়ে ভাবতে হবে সাবেক বাঁ-হাতি ব্যাটারকে। কেননা তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে কোচিংয়ের চাকরি চেয়েছিলেন। চাকরির আবেদনের সময় তিনি বলেছিলেন, ‘তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারব এমন একটা চাকরি প্রয়োজন। জানি এ মুহূর্তে অমল মজুমদার মুম্বাইয়ের প্রধান কোচ। যদি কোনো কিছুতে দরকার হয় আমি কাজ করতে চাই। এর জন্য খুব বেশি পারিশ্রমিক দিতে হবে না। সংসার চালানোর মতো সাহায্য করলেই চলবে। তাই মুম্বাইয়ের কাছে সাহায্য চেয়েছিলাম। মুম্বাই ক্রিকেট অনেক সাহায্য করেছে। এর জন্য তাদের কাছে ঋণী।’

গুরু রমাকান্ত আচরেকারের দুই প্রতিভাবান শিষ্য শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি। অনেকে মনে করেন, শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন কাম্বলি। কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে প্রতিভার সদ্ব্যবহার করতে পারেননি। ক্যারিয়ারের পুরোটা সময় বিলাসিতায় কাটিয়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটার। অবসরের পর সেই কাম্বলি এখন অর্থ কষ্টে ভুগছেন। শেষ পর্যন্ত সংসার চালানোর জন্য তিনি সাহায্য চেয়েছিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে।

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ

‘বাংলাদেশে ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার খুব কম’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে সেই অদৃশ্য ভয় নেই

পরিপূর্ণ দক্ষিণ আফ্রিকার সামনে প্রত্যয়ী কিউইরা

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা