ক্রীড়া ডেস্ক
পাকিস্তানে প্রথমবার সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাওয়ায় অপেক্ষায় নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের পুনরাবৃত্তি করে কি রোহিত শর্মাদের বিপক্ষেও সিরিজ জিততে পারবে বাংলাদেশ?
সৌরভ গাঙ্গুলি অবশ্য মনে করছেন, এমন কিছুই করে দেখাতে পারবে না সফরকারী দল। আজ কলকাতায় এক অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি বলেছেন, ‘মনে করি না বাংলাদেশ জিতবে, সিরিজ জিতবে ভারত। তবে ভারত অবশ্যই বাংলাদেশ থেকে ভালো ও কঠিন লড়াই আশা করবে। কারণ, তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আসছে।’
ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে এখনো জয়শূন্য বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে দলটির বিপক্ষেও ১৩ টেস্ট খেলে জয়হীন ছিলেন শান্তরা। তবে রাওয়ালপিন্ডিতে সেই খরা কেটেছে। অবশ্য সৌরভ বাংলাদেশকে নিয়ে তেমন আশা না করলেও সমীহ করছেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারানো কখনো সহজ নয়, সুতরাং অভিনন্দন বাংলাদেশের খেলোয়াড়দের। তবে ভারতে ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ। ঘরে হোক বা বাইরে, ভারতের ব্যাটিং বিভাগ খুবই চমৎকার ও শক্তিশালী।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য গতকাল শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত। ১৬ দলের দলে ফিরেছেন উইকেটরক্ষক ঋষভ পন্ত। দলে নতুন মুখ পেসার যশ দয়াল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর তিন আলাদা আলাদা ভেন্যুতে ৬,৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।