হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের লিগে খেলা নিয়ে বিপাকে ইংল্যান্ডের ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক    

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬: ৫২
পিএসএলে খেলা নিয়ে বিপাকে পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ছবি: ক্রিকইনফো ক্রীড়া ডেস্ক

২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট থেকে গতকাল একগাদা তারকা ক্রিকেটারকে নেওয়া হয়েছে। ৬ ইংলিশ ক্রিকেটার দল পেয়েছেন পিএসএলে। তবে টুর্নামেন্টে তাঁদের সবাই খেলতে পারবেন কি না, সেটা নিয়ে রয়েছে সংশয়।

টম কোহলার ক্যাডমোরকে গতকাল ড্রাফট থেকে নিয়েছে পেশোয়ার জালমি। স্যাম বিলিংস, টম কারান দুজনকে লাহোর কালান্দার্স নিয়েছে ড্রাফট থেকে। জেমস ভিনস, ক্রিস জর্ডান, ডেভিড উইলি তিন ক্রিকেটারকে আগেই ধরে রেখেছে। করাচি কিংসের হয়ে খেলবেন ভিনস। মুলতান সুলতানসে আছেন জর্ডান ও উইলি। অন্যদিকে ফেব্রুয়ারি-মার্চে সাধারণত পিএসএল শুরু হলেও চ্যাম্পিয়নস ট্রফির কারণে পিছিয়ে যাচ্ছে। ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হওয়ার কথা পিএসএলের দশম মৌসুম। সেক্ষেত্রে ইংলিশ ক্রিকেটের মৌসুমের শুরুর অংশের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে পিএসএল।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনাপত্তিপত্রের (এনওসি) নতুন নিয়ম অনুসারে, ইংলিশ গ্রীষ্মের শুরুতে পিএসএল, ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—এসব বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন না। আইপিএলের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ইংল্যান্ডের যেসব ক্রিকেটারদের কাউন্টির সঙ্গে সাদা বলের চুক্তি থাকবে এবং টি-টোয়েন্টি ব্লাস্ট বা দ্য হান্ড্রেডের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তাঁরা এনওসি পাবেন।

বিদেশি লিগে খেলার কারণে লাল বলের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা মিস হয়ে যায়, সেক্ষেত্রে ইসিবি প্রথমে ক্রিকেটারদের এই জায়গায় আটকে রাখতে চেয়েছিল। তবে ক্রিকেটার, তাঁদের এজেন্ট, পেশাদার ক্রিকেটারদের সংস্থা পিসিএ—এসব জায়গা থেকে ধীরে ধীরে চাপ আসতে থাকে। ফলে ইসিবিও কিছুটা নরম হতে শুরু করে। ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, বিলিংস, কারান, জর্ডান, উইলি পিএসএলে খেলার অনুমতি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

কোহলার-ক্যাডমোরের সঙ্গে সমারসেটের সব সংস্করণের চুক্তি রয়েছে। হ্যাম্পশায়ারের সঙ্গেও ভিনসের চুক্তি এমন। যদি পিএসএলের চুক্তি মানতে যায়, সেক্ষেত্রে কোহলার-ক্যাডমোর, ভিনস কমপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ছয় ম্যাচ মিস করবেন। পেশাদার ক্রিকেটারদের সংস্থা পিসিএ-এর এক মুখপাত্র বলেন, ‘এনওসি নীতি ঘোষণা ও প্রস্তাবিত বিধি বাস্তবায়নের পর পিসিএ’র সদস্য, আইনি দল ও ইসিবির সঙ্গে আলোচনা করা হয়েছে। সীমাবদ্ধতার ব্যাপারে বর্তমান ক্রিকেটাররা সমাধান খোঁজার চেষ্টা করছেন। নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যেক এনওসির ব্যাপারে দেখে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এসব ব্যাপারে আলোচনা চলছে।’

ক্রিকইনফো জানতে পেরেছে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৬ ক্রিকেটার পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছিলেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের কাছে রোববার পাঠানো তালিকায় ৬ ইংলিশ ক্রিকেটারের নামের পাশে লেখা ছিল ‘অপ্রাপ্য’। ইসিবি জানিয়েছিল, তাঁদের এনওসি দেওয়া হবে না। ইংল্যান্ডের ৬ ক্রিকেটারের মধ্যে ছিলেন জনি বেয়ারস্টো, আদিল রশিদের মতো ক্রিকেটাররাও। বেয়ারস্টো ২০২৪ সালের ২৭ জুন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিলেন।

বাংলাদেশের তিন ক্রিকেটারকে গতকাল পিএসএল ড্রাফট থেকে নিয়েছে তিন ফ্র্যাঞ্চাইজি। রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। নাহিদ রানা ও লিটন দাসকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি ও করাচি কিংস। যদি পিএসএলের ৬ ক্রিকেটার এনওসি পান, সেক্ষেত্রে রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন বিলিংস ও কারানকে। কোহলার ক্যাডমোর হবেন নাহিদ রানার সতীর্থ। ভিনসকে পাবেন লিটন।

বড় একটা ইনিংস সামনে দেখতে পাবেন

সবার চেয়ে রংপুর যেভাবে আলাদা

আম্পায়ারিং নিয়ে খুলনার অভিযোগ

ক্লাব কর্মকর্তারা কেন বিসিবি পরিচালক ফাহিমের পদত্যাগ চাইছেন

সেকশন