ক্রীড়া ডেস্ক
২০২৩ বিশ্বকাপ ট্রাভিস হেড খেলতে পারবেন কি পারবেন না, তা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে সুযোগ পেয়ে রূপকথার গল্পই লিখেছেন তিনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতেই শিরোপা হাতছাড়া হয়েছে স্বাগতিক ভারতের। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তিনি। সেটারই পুরস্কার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ে উচ্চলাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারদেরও।
২০২৩ বিশ্বকাপ শেষের পর আজই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন হেড। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের প্রথম ৫ ম্যাচ খেলতে পারেননি তিনি। ধর্মশালায় বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ২৮ অক্টোবর ৫৯ বলে সেঞ্চুরি করেছেন হেড। ৬ ম্যাচে ৫৪.৮৩ গড় ও ১২৭.৫১ স্ট্রাইকরেটে করেন ৩২৯ রান। ২ সেঞ্চুরি ও ১ ফিফটি করেছেন। চলতি সপ্তাহের রোববার ফাইনালে ভারতের বিপক্ষে ১২০ বলে ১৩৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। যদিও এবারের বিশ্বকাপে তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। ৭ ম্যাচে ২৬.৫৭ গড় ও ৮২.৩০ স্ট্রাইকরেটে করেছেন ১৮৬ রান। ২ ফিফটি করেছেন। বোলিংয়ে ৫.২৬ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন মিরাজ। ৯ ম্যাচে ২২.৩৩ গড় ও ৭৯.৪৪ স্ট্রাইকরেটে করেছেন ২০১ রান। করেছেন ১ ফিফটি। এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন মিরাজ।