হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান দলে ফিরলেন সাজিদ

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজসেরা হয়েছিলেন সাজিদ। ছবি: এএফপি

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। নোমান আলী ও সাজিদ খানের ঘূর্ণি জাদুতে নাকাল হয়েছিলেন ইংলিশ ব্যাটাররা। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন সাজিদ। কিন্তু ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে পরের টেস্ট সিরিজ থেকেই বাদ পড়েন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য স্পষ্ট করেছিল, কন্ডিশন-কম্বিনেশনের কারণেই দক্ষিণ আফ্রিকা সফরে রাখা হয়নি সাজিদকে।

সাজিদের জন্য সুখবর, নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দলে আবারও সুযোগ পেয়েছেন সাজিদ। গতকাল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি। ১৫ সদস্যের দলে আনা হয়েছে ৭টি পরিবর্তন। দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে আমের জামাল, মোহাম্মদ আব্বাস, মীর হামজা ও নাসিম শাহকে ওয়ার্কলোড বিবেচনায় বিশ্রাম দেওয়া হয়েছে। ছন্দ হারিয়ে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক। সাইম আইয়ুব ও হাসিবুল্লাহ চোটের কারণে নেই এই সিরিজে।

দলে নতুন মুখ হিসেবে প্রথমবার সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার রোহাইল নাজির। ২৩ বছর বয়সী রোহাইল এর আগে পাকিস্তানের হয়ে তিন টি-টোয়েন্টি খেলেছেন। ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রান করেছেন ১৬২৩। সাজিদ খানের পাশাপাশি ফেরানো হয়েছে আবরার আহমেদ, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ আলী, কাশিফ আলীকে। সাইম আইয়ুব চোটে পড়ায় এক বছর পর টেস্ট দলে ফেরানো হয়েছে ইমাম-উল হককে। সব শেষ ২০২৩ সালের ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছেন এই ওপেনার।

আগামী ১৭ জানুয়ারি শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। ২৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি টেস্টই হবে মুলতানে।

পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নুমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান ও সালমান আলী আগা।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন