হোম > খেলা > ক্রিকেট

বোলার মুমিনুলকে মিরাজের স্যালুট

ক্রীড়া ডেস্ক

সিলেট টেস্ট শুরুর আগে মিরপুরে নিজেদের প্রস্তুত করছিল বাংলাদেশ দল। তেমনি একটি অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে হঠাৎ দাঁড়িয়ে বিসিবির কার্যালয়ের দিকে স্যালুট দিতে দেখা যায় মুমিনুল হককে। সাবেক টেস্ট অধিনায়কের স্যালুটটি ছিল জানালার ফাঁক দিয়ে কথা বলা খালেদ মাহমুদ সুজনকে উদ্দেশ্য করে। 

এবার সেই মমিনুলই সিলেট টেস্টে স্যালুট পেলেন সতীর্থের কাছ থেকে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে অলআউট করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাঁহাতি ব্যাটারকে স্যালুট দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মিরাজের স্যালুট যেন পাওনাই ছিল মুমিনুলের।

লিডের আশায় সিলেট টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে দুর্দান্ত এক জুটি গড়ে সেই আশা ধূলিসাৎ করে দেন দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটার কাইল জেমিসন ও টিম সাউদি। দুজনে মিলে ৫২ রানের জুটি গড়েন। এক ঘণ্টারও বেশি সময় বাংলাদেশ দলকে অস্বস্তিতে ফেলা এই জুটি ভাঙতে পারছিলেন না জেনুইন বোলাররা। 

ঠিক তখনই মুমিনুলের ওপর আস্থা রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। ১০২তম ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানলেন তিনি। তাঁর জোড়া আঘাতে অলআউটও হয়ে যায় কিউইরা। শুরুটা করেন বোলিং অলরাউন্ডার জেমিসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। সেটিও ওভারের প্রথম বলেই। চার বল পর প্রতিপক্ষদের ইনিংস মুড়িয়ে দেন অধিনায়ক সাউদিকে বোল্ড করে। 

এর পরেই সেই মুহূর্তটির জন্ম দেন মিরাজ। কিউইদের অলআউট করতে অবদান রাখায় মুমিনুলকে সম্মান জানিয়ে স্যালুট দেন তিনি। আর ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলামকে পিঠ চাপড়ে সাবাশ দেন। মুমিনুলের ধাক্কায় ৭ রানের বেশি লিড নিতে পারেননি কিউইরা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের বিপরীতে ৩১৭ রান করে সফরকারীরা। সব মিলিয়ে ৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিংও করেছেন টেস্টের সাবেক অধিনায়ক।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন