ক্রীড়া ডেস্ক
লন্ডনের পরিবর্তে আজ শ্রীলঙ্কায় থাকার কথা ছিল ইবাদত হোসেনের। কিন্তু চোট তাঁকে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যেতে দেয়নি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার পর পেলেন আরও বড় দুঃসংবাদ।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হওয়ার। অস্ত্রোপচার করানোয় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে ইবাদতকে। খুব কাছে এসেও যখন এভাবে হতাশ হতে হয়, তখনকার ব্যথা ভালোই জানেন তাসকিন আহমেদ। তাই তো বন্ধুকে সাহস দিলেন ‘ফাইটার’ বলে।
সামাজিক মাধ্যমে বন্ধু ইবাদতকে তাসকিন বলেছেন, ‘দোস্ত ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে। অবশ্যই তোরে মিস করব। তুই আমাদের অন্যতম সেরা পেস বোলার। সতীর্থ হিসেবেও তুই দারুণ এক ছেলে। আল্লাহ তোরে দ্রুত সুস্থ করুক এবং আমিও কামনা করছি, তুই দ্রুত সুস্থ হয়ে আসবি। তুই একজন যোদ্ধা। আল্লাহ ভরসা। কথা হবে।’
২০১৯ বিশ্বকাপের আগে চোটে পড়েছিলেন তাসকিনও। চোট কাটিয়ে দ্রুত খেলায় ফিরলেও নির্বাচকেরা সন্তুষ্ট ছিলেন না তাঁর ফিটনেসে। এতে বিশ্বকাপেও খেলা হয় না গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতার। একই পরিণতি হয়েছিল ২০১১ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজারও।
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে গতকাল অস্ত্রোপচার হয় ইবাদতের। ছুরি-কাঁচির নিচে নিজেকে সমর্পণ করার আগে সামাজিক মাধ্যমে দোয়া চেয়েছেন তিনি। ২৯ বছর বয়সী পেসার লিখেছেন, ‘জীবনে প্রথমবার অপারেশন টেবিলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।’ মাঠে ফিরতে কত দিন সময় লাগবে তা এখনো জানা যায়নি।