Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ভারতকে আলাদাভাবে শুভকামনা জানালেন ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

ভারতকে আলাদাভাবে শুভকামনা জানালেন ফিফা সভাপতি

এবারের বিশ্বকাপে দীর্ঘ এক যুগের অপেক্ষা ফুরানোর মিশনে নেমেছে ভারত। সর্বশেষ ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সেই সুযোগ থাকছে তাদের। এ জন্য চ্যাম্পিয়নের অন্যতম দাবিদারও ধরা হয়েছে স্বাগতিকদের। 

নিজেদের মাটিতে শুরুটাও দুর্দান্ত করেছে ভারত। এখন পর্যন্ত চার ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। এতে করে বিশ্বকাপে এখন দুর্দান্ত সময় কাটছে ভারতের। এমন সময়ের জন্য অনেকেই বিশ্বকাপ শুরুর আগেই শুভকামনা জানিয়েছেন স্বাগতিকদের। অনেকের মতো শুরুতে জানাতে না পারলেও বিশ্বকাপের তিন ভাগের এক ভাগ শেষ হওয়ার সময় ভারতকে শুভকামনা জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। সঙ্গে ভারতে এসে ম্যাচ দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন ফিফা সভাপতি। 

বিশ্বকাপ উপলক্ষে সামাজিক মাধ্যমে এক ভিডিও দিয়ে সম্প্রতি ভারতকে শুভকামনা জানিয়েছেন ইনফান্তিনো। ভারতের বিশ্বকাপ জার্সি হাতে নিয়ে ভিডিওতে তিনি বলেছেন, ‘আমরা এখন ভারতে। ক্রিকেট বিশ্বকাপ চলছে। এটি হচ্ছে ভারতের জার্সি। তাই সবাই ভারতীয়। তাদের মাটিতে রোমাঞ্চকর ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হওয়ায় আমরা ভারতকে সমর্থন করব। শুভকামনা ভারত।’ 

আয়োজক ভারতকে আলাদাভাবে জানালেও বাকি দলগুলোকেও শুভকামনা জানাতে ভুল করেননি ইনফান্তিনো। সঙ্গে বিশ্বকাপে ম্যাচ দেখার জন্য উন্মুখ আছেন বলে জানিয়েছেন তিনি। ফিফা সভাপতি বলেছেন, ‘আর অবশ্যই বাকি দলগুলোর প্রতিও শুভকামনা। একটি বৃহৎ ক্রীড়া এবং অসাধারণ ক্রিকেট উদ্‌যাপনের মুহূর্ত। সেখানে গিয়ে একটি ম্যাচ দেখার জন্য উন্মুখ আছি। দেখা যাক। বিদায়।’

নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের সিনিয়র ক্রিকেটাররা তাহলে খেলছেন না

বিকেএসপিতে ঢাকা লিগে হঠাৎ কী নিয়ে হট্টগোল

তামিমদের বিপক্ষে সেঞ্চুরি ইফতির, ব্যর্থ শান্ত

তামিম একই সঙ্গে পক্ষ, আবার প্রতিপক্ষ

ঈদের পর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

অথচ নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় এই ক্রিকেটার ছিলেন নার্ভাস

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম