হোম > খেলা > ক্রিকেট

পিএসএলের পর এবার আইপিএলেও দল পেলেন সেই শামার

ক্রীড়া ডেস্ক

মার্ক উডের পরিবর্তে শামার জোসেফকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আগামী আইপিএল জন্য ওয়েস্ট ইন্ডিজ পেসারের সঙ্গে ৩ কোটি রুপির চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

গত মাসের শেষ দিকে আগুন ঝরানো বোলিংয়ে ব্রিসবেন টেস্টে উইন্ডিজকে ৮ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান শামার। অষ্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৪ বছর বয়সী এই পেসারের। সিরিজ শেষ করেন ১৩ উইকেট নিয়ে। তার মধ্যে পায়ের আঙুলে চোট নিয়েই গ্যাবায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট তুলে ক্যারিবিয়ানদের সমতায় ফেরান। 

আইপিএলের আগে শামার প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হন পিএসএলের ক্লাব পেশোয়ার জালমির সঙ্গে। তবে চোটের কারণে ঘরে ফিরতে হওয়ায় আরব আমিরাতে চলমান আইএলটি২০ লিগে খেলা হচ্ছে না। মাত্র দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সেই ম্যাচ দুটি খেলেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে, ২০২৩ সংস্করণে। 

বর্তমানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আছেন উড। তবে কী কারণে ইংলিশ পেসার এবারের আইপিএল খেলছেন না সেটি পরিষ্কার করে জানায়নি লক্ষ্ণৌ। ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি করেন উড। তবে কনুইয়ের চোটের কারণে সেবার খেলতে পারেননি। ২০২৩ সংস্করণে খেলেছেন মাত্র ৪ ম্যাচ, নেন ১১ উইকেট। তার মধ্যে একবার নেন ৫ উইকেট। তবে ব্যক্তিগত কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ খেলেননি উড।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন