হোম > খেলা > ক্রিকেট

এমন হার হজম করতে পারছেন না মোস্তাফিজদের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

২০০ বা তার বেশি রান তাড়া করে জয় এবারের আইপিএলে বেশ পরিচিত। কদিন আগে রাজস্থান রয়্যালস ২২৪ রান তাড়া করে কলকাতাকে হারিয়ে দেয়। চিপকে গতকাল ২০০-এর বেশি রান তাড়া করে জেতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। পরাজিত দলটি মোস্তাফিজুর রহমান, মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়দের চেন্নাই সুপার কিংস। 

চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্রথমে হোঁচট খায়। প্রথম ৬ ওভারে ২ উইকেটে করে ৪৫ রান। একটা প্রান্ত আগলে রেখে মার্কাস স্টয়নিস খেলতে থাকেন সাবলীলভাবে। তবু শেষ ৭ ওভারে দলটিকে করতে হতো ৯৬ রান, হাতে ছিল ৭ উইকেট। সতীর্থদের সঙ্গে জুটি বেঁধে চেন্নাইয়ের বোলারের ওপর চড়াও হয়েছেন স্টয়নিস। ৫৬ বলে তুলে নেন আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ ওভারে যখন ১৭ রান দরকার, মোস্তাফিজকে প্রথম বলে স্টয়নিস মারেন ছক্কা। ছক্কার পর টানা তিন বলে তিন চার মেরে লক্ষ্ণৌকে ৬ উইকেটের জয় এনে দেন স্টয়নিস। ২১০ রান করেও ম্যাচ না জিততে পারার আক্ষেপ ঝরেছে রুতুরাজের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেন্নাই অধিনায়ক বলেন, ‘মেনে নেওয়া কঠিন, তবে শেষ পর্যন্ত লক্ষ্ণৌ দারুণ খেলেছে। ১৩ ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল। তবে কৃতিত্ব দিতে হবে স্টয়নিসকে।’ 

টস হেরে প্রথমে ব্যাট পাওয়া চেন্নাই শেষের দিকে রীতিমতো তাণ্ডব চালায় লক্ষ্ণৌর বোলারদের ওপর। শেষ পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে যোগ করেছে ৭৫ রান। তাতেই মূলত চেন্নাই ২০০-এর বেশি রান করতে পারে। তবে রুতুরাজের মতে, এই স্কোর (২১০ রান) যথেষ্ট ছিল না লক্ষ্ণৌকে হারাতে। চেন্নাই অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, প্রথমে ব্যাটিং করে আমরা এর বেশি করতে পারিনি। কখনোই এই স্কোর যথেষ্ট মনে হয়নি। ম্যাচে যে মাত্রায় শিশির পড়েছে, সে কারণেই এমনটা হয়েছে। স্পিনারদের থেকে ম্যাচ কেড়ে নিয়েছে। তবে এটা খেলারই অংশ। আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না।’ 

আরও পড়ুন:

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন