ম্যাচ শুরুর আগে বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের লড়াই দেখার অপেক্ষার কথা জানিয়েছিলেন স্টিভেন স্মিথ ও বরুণ অ্যারন। তবে অস্ট্রেলিয়ান ব্যাটার স্মিথ এবং ভারতীয় পেসার বরুণকে ফ্রেমে বাঁধাই করে রেখে দেওয়ার মুহূর্ত এনে দিয়েছেন কোহলি-গম্ভীর।
একে অপরে আলিঙ্গন করে সকল মান অভিমানের সমাপ্তি টেনেছেন দুজনে। বিরল এই মুহূর্তটির জন্ম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ‘টাইম আউটের’ সময়। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে এবার দায়িত্ব পালন করা গম্ভীর বিরতির সময় মাঠে প্রবেশ করে কোহলির দিয়ে এগিয়ে যান। সাবেক জাতীয় দলের সতীর্থকে এগিয়ে আসতে দেখতে কোহলিও হাত বাড়িয়ে দেন। এরপর দুজনে হাত মিলিয়ে আলিঙ্গনে শান্তি খুঁজে নেন।
দুজনকে এ সময় বেশ কিছুক্ষণ হাসিমুখে কথা বলতেও দেখা যায়। হয়তো এ সময় পুরোনো দিনের বিবাদের কথাই স্মরণ করে হাসছিলেন তারা! তাঁদের এই হাস্যোজ্জ্বল মুখের দৃশ্যে পরে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। খোদ আইপিএলও নিজেদের সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট করেছে। হাসির ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘মুহূর্তটি দেখতে আমরা ভালোবাসি।’ ভিডিওর কমেন্ট বক্সে এখন হাজারো স্বাগত মন্তব্য করছেন নেটিজেনরা। তবে বাংলাদেশের কিছু সমর্থক অবশ্য স্মরণীয় এই দৃশ্য দেখে আফসোসও করছেন।
মান-অভিমান ভুলে যাওয়ার ম্যাচে একটা রেকর্ডও গড়েছেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে এখন আইপিএলে সর্বোচ্চ ছক্কার মালিক তিনি। তাঁর ২৪১ ছক্কার পরেই আছেন ক্রিস গেইল (২৩৯) ও এবি ডি ভিলিয়ার্স (২৩৮)। তবে রেকর্ড গড়ার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ভারতের সাবেক অধিনায়ক। তাঁর ৮৩ রানের ইনিংসে ভর করে কলকাতাকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছিল বেঙ্গালুরু। তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় মেন্টর গম্ভীরের দল।