অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ম্যানচেস্টার সিটি ছেড়ে ৬ বছরের জন্য আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস।
৮১.৫ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ১২২৩ কোটি ৬৪ লাখ টাকা) বিনিময়ে আতলেতিকোতে যাচ্ছেন আলভারেস। প্রাথমিকভাবে তিনি পাবেন ৬৪.৫ মিলিয়ন পাউন্ড (৭৫ মিলিয়ন ইউরো)। পরে সম্ভাব্য অ্যাড-অনস বা বিভিন্ন চুক্তি অনুসারে পাবেন ১৭.১ মিলিয়ন পাউন্ড (২০ মিলিয়ন ইউরো)।
রেকর্ড গড়া অঙ্কে আলভারেসকে বিক্রি করল সিটি। এর আগে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা সর্বোচ্চ দামে বিক্রি করেছিল রাহিম স্টার্লিংকে। ২০২২ সালে ইতিহাদ থেকে ইংলিশ তারকাকে আনতে ব্লুজদের খরচ হয়েছিল ৫০ মিলিয়ন পাউন্ড।
২০২২ সালের জানুয়ারিতে ১৪.১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিভার প্লেট থেকে সিটিতে যোগ দিয়েছিলেন আলভারেস। ইতিহাদে ২৪ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকা দুই বছরে ছয়টি প্রধান শিরোপা জিতেছেন। বিদায়ের সময় সিটিজেনদের উদ্দেশ্যে আলভারেস বলেছেন, ‘অনেক আবেগের সঙ্গে আজ আমি অসাধারণ এক ক্লাবকে বিদায় জানাচ্ছি।’