হোম > খেলা > ক্রিকেট

সাকিব নন রংপুরের অধিনায়ক সোহানই

এবারের বিপিএল শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। কিন্তু দশম টুর্নামেন্টের শুরুর সময় ঘনিয়ে আসলেও নিজেদের অধিনায়কদের নাম এখনো জানায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আজ নিজেদের অধিনায়কের নাম জানিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। 

অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে বেছে নিয়েছে টুর্নামেন্টের একবারের চ্যাম্পিয়ন রংপুর। সর্বশেষবারও এই উইকেটরক্ষক ব্যাটারের অধীনে খেলেছে দলটি। আজ ২০১৭ সালের চ্যাম্পিয়নদের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিইও ইশতিয়াক সাদেক। 

ইশতিয়াক জানিয়েছেন, বসুন্ধরার অধিনায়ক নুরুল হাসান সোহান হয়েছেন। সাকিব আল হাসানকে দিতে চাওয়া হয়েছিল, তবে তিনি করবেন না। সাকিব যে রংপুরকে নেতৃত্ব দেবেন না সেটা অবশ্য আগে থেকেই জানা গিয়েছিল। তাঁর অনাগ্রহের কারণেই সোহানকে নিয়েই দল পরিকল্পনা সাজাচ্ছেন বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছিলেন কোচ সোহেল ইসলাম। 

রংপুরের কোচ সোহেল বলেছেন, ‘রংপুর রাইডার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব একই দল, একই মালিক (বসুন্ধরা গ্রুপের)। সোহান গতবারও দায়িত্ব পালন করেছে।’ আর সাকিবের অনাগ্রহ নিয়ে সোহেল বলেছেন, ‘বয়সের একটা ব্যাপার আছে, একটা সময় আপনি বেশি চাপ নিতে পারবেন না।’ 

দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচে রংপুরকে নেতৃত্বও দিয়েছেন সোহান। প্রতিপক্ষকে ১৪ রানে হারানোর ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ৪৩ বলে দুর্দান্ত ৬৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি ঢাকা।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ