হোম > খেলা > ক্রিকেট

তাইজুলের ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেঘলা আকাশ, ভেজা আউটফিল্ড, কাভারে ঢাকা পিচ বরাবরই পেসারদের সহায়তার হাত বাড়িয়ে দেয়। ঘূর্ণিঝড় জাওয়াদের চোখরাঙানি সামলে শুরু হওয়া মিরপুর টেস্টের চতুর্থ দিনে সেসব সুযোগই নিচ্ছিলেন বাংলাদেশের পেসাররা।

প্রথম ৫ ওভারের মধ্যে আজহার আলী (৫৬) ও বাবর আজমের (৭৬) গুরুত্বপূর্ণ উইকেট দুটি তুলে নিয়ে পাকিস্তানকে বড়সড় ধাক্বাই দিয়েছিলেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

এতক্ষণে আরও দুবার উইকেট-প্রাপ্তির উল্লাস করতে পারত বাংলাদেশ। প্রথমবার ফাওয়াদ আলম ক্যাচ দিলেও আবেদন করেনি মুমিনুল হকের দল। পরেরবার ফাইন লেগে ক্যাচ দিলেও তাইজুল ইসলাম তালুবন্দী করতে না পারায় বেঁচে যান মোহাম্মদ রিজওয়ান। মাঝে দুবার রিভিউ নিয়ে টিকে গেছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার। 

রিজওয়ানকে আউট করতে বেশ ভালোই ফাঁদ পেতেছিলেন ইবাদত। ফাইন লেগে ফিল্ডার সেট করে ৮৯ ওভারের তৃতীয় ডেলিভারিটা করেছিলেন শর্ট। পুল করতে গিয়ে টপ এজ হলে মনে হচ্ছিল টোপটা গিলতেই যাচ্ছেন রিজওয়ান। কিন্তু তাইজুলের দুহাতেও বলটা জমাতে পারলেন না। তাই প্রথম সেশনের দুটি উইকেটই স্বাগতিকদের প্রাপ্তি হয়ে রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৮৪ রান। জীবন পাওয়া দুই ব্যাটারই উইকেটে জমে গেছেন। ফাওয়াদ অপরাজিত ৩৭ রানে। বোলারদের ওপর একটু চড়াও হওয়া রিজওয়ান তুলে নিয়েছেন ফিফটি। 

পাকিস্তানের পঞ্চম উইকেট জুটি ভাঙতে দ্বিতীয় সেশনের শুরু থেকেই সাকিব আল হাসানকে বোলিংয়ে এনেছেন মুমিনুল। তবে সাকিবকে সাবলীলভাবে সামলাচ্ছেন ফাওয়াদ-রিজওয়ান।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ